জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হোন্ডা ফুটসাল লিগ ২০২৬ সিজন-২

This page was last updated on 26-Jan-2026 03:07pm , By Arif Raihan Opu

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে হোন্ডা ফুটসাল লিগ ২০২৬ সিজন–২। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাইকাররা অংশ নেন।

হোন্ডা ফুটসাল লিগ ২০২৬ সিজন - ২

হোন্ডা ফুটসাল লিগ ২০২৬ সিজন - ২

বিএসসি ফুটসাল গ্রাউন্ডের চারটি ভেন্যুতে একযোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সারা দেশের হোন্ডার অফিশিয়াল ডিলার পয়েন্টগুলোর মাধ্যমে গঠিত ৩২টি দল টুর্নামেন্টে অংশ নেয়। খেলোয়াড়রা নিজ নিজ অঞ্চলের হোন্ডা ডিলার পয়েন্টের প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুনঃ বাংলাদেশ সকল মোটরসাইকেলের দাম

আন্তর্জাতিক ফুটবল লীগ গুলোর আদলে গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

hfl-bangladesh-season-2-2026

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ব্রাহ্মণবাড়িয়া হোন্ডা গ্যালারি ও সরদার হোন্ডা সেন্টার নওগাঁ । উত্তেজনাপূর্ণ ম্যাচে সরদার হোন্ডা সেন্টার শিরোপা জিতে নেয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডা মোটরসাইকেলের দাম

বিজয়ী ও রানার্সআপ দুই দলের জন্যই ছিল ট্রফির পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল পুরষ্কার হিসেবে হোন্ডা এসপি ১২৫ এবং রানার্সআপ দলকে দেওয়া হয় হোন্ডা ড্রিম নিও ১১০ বাইক।

hfl-season-2-2026-bangladesh

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। এ ছাড়া বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মোরিসাওয়া ও প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডা শোরুমের ঠিকানা

অনুষ্ঠানের এক পর্যায়ে হোন্ডা বাংলাদেশের পক্ষ থেকে অধিনায়ক জামাল ভূইয়াকে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি নেইমারের অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেওয়া হয়।

honda-futsal-league-season-2-2026

দিনব্যাপী এই আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন বাইকারদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

honda-futsal-2026-season-2-bangladesh

হোন্ডা ফুটসাল লীগ সিজন -২ এর মিডিয়া পার্টনার হিসেবে বাইকবিডিতে খেলার লাইভ আপডেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় যেখানে ঘরে বসেও দেশ ও বিদেশের মানুষ যুক্ত হয়েছিলেন।

hfl-bangladesh-season-2-2026-bhl

আমরা আশাবাদী, হোন্ডা আবারো বাইকারদের নিয়ে এই ধরণের ভিন্নধর্মী আয়োজন করে বাইকার ও বাইকিং কম্যুনিটিতে আনন্দঘন পরিবেশ উপহার দিবে।

বাইক বিষয়ক সকল তথ্য এবং আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।