হোন্ডার নতুন ইঙ্গিত – বাংলাদেশে কি চমক ঘটতে যাচ্ছে সামনে?
This page was last updated on 09-Aug-2025 09:06pm , By Badhan Roy
বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডা এর কথা নতুন করে বলার কিছুই নেই। অন্যান্য দেশের মত বাংলাদেশেও হোন্ডা মোটরসাইকেল যথেষ্ট জনপ্রিয়। হোন্ডার বাইক এবং তাদের রিলায়বিলিটি যথেষ্ট আকর্ষণীয় হয় বরাবরের মতই। তাই বাইকাররা বরাবরের মতই হোন্ডার সব ধরনের আপডেটের জন্য অপেক্ষায় থাকেন।
আজ ১৫ সেপ্টেম্বর হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিঃ এর অফিশিয়াল পেজ থেকে একটি রিলস আপলোড করা হয়েছে, যা দেখে ইতিমধ্যেই বাইকাররা বেশ কৌতুহলী হয়ে নড়ে চড়ে উঠেছেন। রিলসটিতে দেখা যাচ্ছে পাহাড়ের একটি গুহা থেকে হেডলাইটের আলো দৃশ্যমান হয়ে বেরিয়ে আসছে – এবং স্লোগান হিসেবে লেখা Beast is loading.

Also Read: Honda এর নতুন কারখানা তৈরি হচ্ছে মুন্সিগঞ্জে
বাংলাদেশে কি চমক ঘটতে যাচ্ছে সামনে?

Also Read: ২.৫ লক্ষ টাকার মধ্যে হোন্ডা বাইক এর দাম দেখুন | বাইকবিডি
হোন্ডার নতুন ইঙ্গিত – Beast Is Loading
রিলসটি দিয়ে হোন্ডা কোন মেসেজ দিতে চেয়েছে তা এখনো পরিষ্কার না হলেও ধারণা করা যাচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিঃ তাদের লাইনআপ এ নতুন কোন বাইক আনতে যাচ্ছে। রিলসটির ফার্স্ট ইম্প্রেশনে মনে হয়েছে হোন্ডার লাইনআপে নতুন কোন পাওয়ারফুল বাইক যুক্ত হতে পারে যাকে Beast বলে সম্বধোন করা হচ্ছে, এবং তার হেডলাইট সম্ভবত প্র্যাক্টিকাল এবং উন্নতমানের হবে।

গুঞ্জন উঠছে, সিসি লিমিট বৃদ্ধির পর যুগের সাথে তাল মেলাতে হোন্ডা তাদের হায়ার সিসির লাইনআপ এর কোন বাইক হয়তোবা বাংলাদেশের বাইকারদের সাথে পরিচয় করতে পারে। নতুন সেগমেন্ট এবং আপডেটেড ফিচারসমৃদ্ধ বাইকটির মূল্য হবে সাধারণ বাইকারদের নাগালের মধ্যেই – এমনটাই শোনা যাচ্ছে। আর সম্প্রতি হোন্ডা যেহেতু বাংলাদেশ থেকে তাদের বিশ্বমানের বাইক রপ্তানীর মাইলফলক অর্জন করেছে সুতরাং আমরা আশাবাদী আমরা খুবই দারুণ কিছু হোন্ডা থেকে পেতে চলেছি।
Also Read: হোন্ডা বাইক নিউজ বাংলাদেশ
এই মাসের ভিতরেই তাদের নতুন এই বাইকটির লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে জমকালো আয়োজনের সাথে বাইকের ফার্স্ট লুক রিভিল সহ বিক্রয়মূল্য ও প্রি বুকিং এর আপডেট ঘোষণা করা হবে।
আপাতত হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ব্যাপারটিকে সারপ্রাইজ হিসেবেই বাইকারদের সামনে উপস্থাপন করতে চায় এবং তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা সবাইকে ধৈর্য্য ধারণ করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ করেছেন। আমরাও আশাবাদী বরাবরের মতই হোন্ডা আমাদের জন্য এক্সাইটিং কোন বাইক নিয়ে হয়তোবা অতিদ্রুত হাজির হবে।
বাইকের লঞ্চিং, মূল্য ও অন্যান্য সকল ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই বাইকবিডির সাথেই থাকুন।
