হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে যে ৫ টি ভুল কখনো করবেন না
This page was last updated on 31-Jul-2024 04:14pm , By Raihan Opu Bangla
হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে বাইক নিয়ন্ত্রণ করা মোটে সহজ না, অধিকাংশ সময় বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে ৫ টি ভুল যদি আমরা না করি তাহলে এই বিপদে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যায়। আজ আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের মত ভিন্নও হতে পারে।
হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে যে ৫ টি ভুল কখনো করবেন না
১- ঘাবড়ে যাবেন না
হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে যেভুলতই আমরা সবার আগে করি সেটা হচ্ছে আমরা ঘাবড়ে যায়, আর তখনি ছোট সমস্যা বড় হয়ে যায়। আপনি যখন এমন কোন পরিস্থিতিতে পরবেন তখন আপনি কয়েক সেকেন্ড টাইম পাবেন নিজেকে সেভ করার জন্য। আপনার পরিস্থিতি কি সেটা আপনি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, তাই যখন এমন কিছু হবে তখন ঘাবড়ে না গিয়ে যত দ্রুত সম্ভব নিজেকে সেফ করার প্রস্তুতি নিন।
২- হার্ড ব্রেক করবেন না
কুকুর, বিড়াল, বাচ্চা, পথচারী হুট করে বাইকের সামনে চলে আসা কমন একটা ব্যাপার। আর এই সময় তাড়াহুড়ো করে বাইক হার্ড ব্রেক আমরা অনেকেই করে ফেলি, কারণ মাথা এই সময়টাতে কাজ করে না। অধিকাংশ সময় এই পরিস্থিতিতে আমরা যে ভুলতা করে ফেলি সেটা হচ্ছে আমরা শুধু সামনের একটা ব্রেক ধরি, এর ফলে বাইকের হ্যান্ডেল যদি বাঁকা থাকে তাহলে বাইক স্কিড করে আর ঘটে যায় বড় দূর্ঘটনা।
এমন পরিস্থিতে কখনো বাইক হার্ড ব্রেক করবেন না, যদি পারেন দুটি ব্রেক সমানভাবে ধরে বাইক নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এই সময়গুলতে ইঞ্জিন ব্রেক অনেক কাজে আসে, কিন্তু তার জন্যে আপনাকে ইঞ্জিন ব্রেক করা শিখতে হবে।
৩- সামনে দিয়ে কাটাতে যাবেন না
বাইকের সামনে কুকুর, বিড়াল, মানুষ যাই আসুক না কেনো কখনো এদের সামনের দিক দিয়ে পার হতে যাবেন না। যদি সুযোগ পান তাহলে এদের পিছনের দিক দিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করুন। যখন আপনি সামনে দিয়ে পার হতে যাবেন তখন দূর্ঘটনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু আপনি যদি কোনভাবে পিছন দিয়ে কেটে যেতে পারেন তাহলে আপনার নিরাপদ থাকার সম্ভাবনা থাকে। তবে অবশ্যই লুকিং গ্লাসে চোখ রাখুন।
৪- থ্রটল নিয়ন্ত্রণের বাইরে নিবেন না
যখন বাইকের সামনে হঠাৎ করে কিছু চলে আসে তখন মাথা ঠিক রাখাটা মোটেও সহজ কাজ না, কিন্তু বিপদ থেকে বাঁচতে চাইলে মাথা ঠাণ্ডা রাখতেই হবে। যখন আপনার বাইকের সামনে কিছু চলে আসবে সবার আগে বাইকের থ্রটল ছেড়ে দিন। মনের ভুলে কখনো থ্রটন বাড়াবেন না, অধিকাংশ সময় দেখা যায় এই কারণে দূর্ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।
৫- বাইক ছেড়ে লাফ দিতে যাবেন না
এই কাজটা অনেকেই করে ফেলেন, বাইকের সামনে কিছু চলে আসলে বাইক ছেড়ে দিয়ে লাফ দিয়ে যান। কিন্তু এতে করে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইকের সামনে হঠাৎ কিছু চলে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন , বিপদ যাই আসুক মাথা ঠাণ্ডা রাখুন আর দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন।
হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে বাইক নিয়ন্ত্রণ করাটা কতটা কষ্টের সেটা বাইকাররা কম বেশি ভালোভাবেই জানেন। তবে বিপদ আসলে শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। আমার মনে হয় আপনি যদি এই জিনিসগুলো খেয়াল রাখেন তাহলে আপনি অনেক বিপদ থেকেই বেচে যাবেন। সব সময় ভালোমানে হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।