২০১৮ সালে বাংলাদেশে আপডেটেডেড সুজুকি বাইকের দামের তালিকা-BikeBD

This page was last updated on 18-Jul-2024 12:48pm , By Saleh Bangla

সুজুকি বাইকের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে । আমাদের দেশে সুজুকি বেশ জনপ্রিয় বাইক কোম্পানি । সুজুকি ইন্ট্যারন্যাশন্যাল বাইক কোম্পানি যারা মটোজিপিতেও অংশ গ্রহন করে থাকে। সুজুকি কোম্পানির বাইকগুলোকে বেশ স্টাইলিশ, ইউনিক এবং আকর্ষনীয় করে তৈরী করেছে যেটা মানুষের মনে জায়গা করে নিয়েছে । চলুন দেখে আসি সুজুকি বাইকের দামের তালিকা ।  

২০১৮ সালে বাংলাদেশে আপডেটেডেড সুজুকি বাইকের দামের তালিকা

Suzuki-bike

সুজুকি হায়াতে

আমাদের দেশে সব থেকে স্টাইলিশ ১১০ সেগমেন্টের বাইক হল সুজুকি হায়াতে । যদিও বাইকটির ওজন কম এবং কন্সোল এনালগ, বাইকটি বেটার মাইলেজ দামের হিসেবে অনেক ভাল। বাইকের ইঞ্জিন ১১২.৮সিসি এয়ার কুল্ড, ৪-স্ট্রোক, ১ সিলিন্ডার এবং এসওএইচসি রয়েছে। এটা থেকে প্রায় ৮.৩বিএইচপি@ ৭৫০০ আরপিএম এবং ৮.৮এনএম@ ৫৫০০ আরপিএম টর্ক দিতে সক্ষম যেটা খুব এ্যাগ্রেসিভ এবং স্মুথ ।

 

suzuki-bike-price-ist-2018-hayate

 সুজুকি হায়াতির ডিজাইন স্লিম এবং স্লিক । বাইকের দুটো হুইলে টিউবলেস টায়ার দেওয়া আছে । সামনের দিকে টেলিস্কোপ সাস্পেনশন এবং সুইং আর্ম এবং রিয়ার সাইডে মনো সাস্পেশন দেওয়া আছে । বাইকটির সিট প্রতিদিন কমিউটিং এর জন্য বেশ ভাল । ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি হায়াতের দাম ১,১৪,৯৫০ টাকা ।

Also Read: সুজুকি মোটরসাইকেলে আকর্ষনীয় ডিসকাউন্ট অফার!

সুজুকি স্লিংশট

সুজুকি স্লিংশট বাংলাদেশের ১২৫ সিসি সেগমেন্টের সব থেকে গুড লুকিং বাইক । যদিও বাইকটিতে কিছুটা সমস্যা রয়েছে যেমন এন্যালগ কন্সোল ও স্লিম টিউবলার টাইপ টায়ার । বাইকটি ভাল মাইলেজ ও পাওয়ার দেয় । সুজুকি স্লিংশটে ইঞ্জিনে রয়েছে ফোর স্ট্রোক ১২৪সিসি সিঙ্গেল সিলিন্ডার যেটা প্রায় ৮.৫বিএইচপি@ ৭৫০০ আরপিএম পাওয়ার এবং ১০এনএম@ ৩৫০০ আরপিএম টর্ক দিতে সক্ষম । 

suzuki-slingshot-specification

 সুজুকি স্লিং শট এর ডিজাইন স্লিম এবং স্লিক । ১২৫ সিসি এর বাইক সেগমেন্টের মধ্যে এর টায়ারটি বেশ সুবিধার মাইলজে এবং স্পিড এর জন্য ।  ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি স্লিং শট এর দাম ১,৪৯,৯৫০ টাকা ।

সুজুকি জিএস১৫০আর

সুজুকি জিএস১৫০আর পুরাতন মডেলের বাইক । এটা ছিল ১৫০সিসি এর প্রথম বাইক যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল । প্রতিদ্বন্দীর বাইক হিসেবে বাইকটির দাম বেশি । যদিও বাইকটিতে কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু এর ভাল মাইলেজ এবং ৬ স্পিড ট্রান্সমিশন কমিউটার সেগমেন্টের জন্য অনেক । সুজুকি জিএস ১৫০আর ইঞ্জিনে রয়েছে ফোর স্ট্রোক ১৫০ সিসি  সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড যেটা প্রায় ১৩.৮৭বিএইচপি@ ৮৫০০ আরপিএম পাওয়ার এবং ১৩.৪এনএম@ ৬০০০ আরপিএম টর্ক দিতে সক্ষম । সুজুকি জিএস১৫০আর প্রথম মোটরসাইকেল যেটার ৬টা ট্রান্সমিশন রয়েছে ১৫০ সিসি হওয়া সত্ত্বেও ।



suzuki-GS150R-price


 

সুজুকি জিএস১৫০আর এর বডির শেপ এবং ডিজাইন পুরাতন । বাইকটির দুইটা টায়ার টিউবলেস দেওয়া হয়েছে। যদিও টায়ারগুলো ছোট অন্যান্য সেগমেন্টের বাইকের তুলনায় কিন্তু এর ফুয়েল ক্যাপাসিটি ১৫.৫ লিটার যা অনেক । লং ট্যুরের জন্য বাইকের সিট খুব কর্ম্ফোটেবল ।  ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি জিএস১৫০আর এর দাম ১,৬৯,৯৫০ টাকা ।

সুজুকি জিক্সার ২০১৭

বাংলাদেশের ইয়্যাং জেনারেশন এর জন্য সুজুকি জিক্সার ২০১৭ সবথেকে আকর্ষনীয় বাইক । বাইকটির লুকস এবং এ্যাক্সেলেরেশন ও পাওয়ারফুল ইঞ্জিন এর জন্য আমাদের দেশে সব থেকে সাকসেসফুল বাইক গুলোর মধ্যে একটি। মোটরসাইকেলটির গ্র্যাফিক্স যেমন ভাল তেমনি জিক্সার লগো যেভাবে বাইকের ট্যাংকে দেওয়া হয়েছে যার কারনে আরো আকর্ষনীয় মনে হয়। সুজুকি জিক্সার ইঞ্জিনে রয়েছে ১৫৫ সিসি  সিঙ্গেল সিলিন্ডার,২ ভাল্বভ, এয়ার কুল্ড যেটা প্রায় ১৪.৮পিএস@ ৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪এনএম@ ৬০০০ আরপিএম টর্ক দিতে সক্ষম ।



suzuki-bike-price-list-2018-1


 

সুজুকি জিক্সার তার ডিজাইনের জন্য বেশি জনপ্রিয় । বাইকটির প্রতি জায়গা এবং কর্নার চোখে পড়ার মত । এর জিক্সার লগোর জন্য বাইকটি আরো আকর্ষনীয় হয়ে উঠেছে । ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি জিক্সার ২০১৭এর দাম ২,১৯,৯৫০ টাকা ।

সুজুকি জিক্সার ডাবল ডিস্ক

বাংলাদেশের ইয়্যাং জেনারেশন এর জন্য সুজুকি জিক্সার ডাবল ডিস্ক সবথেকে আকর্ষনীয় বাইক । বাইকটির লুকস এবং এ্যাক্সেলেরেশন ও পাওয়ারফুল ইঞ্জিন এর জন্য আমাদের দেশে সব থেকে সাকসেসফুল বাইক । সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এডিশন এর ইঞ্জিন,ডিজাইন প্রায় সুজুকি জিক্সার এর মতন । সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এডিশন এর শুধুমাত্র পার্থক্য হল এর ব্রেকিং সিস্টেম । মোটরসাইকেলের দুই চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক সিস্টেম দেওয়া আছে । বর্তমানে সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এডিশন এর দাম ২,২৯,০০০ টাকা ।

 

Suzuki-gixxer-double-disc-price


সুজুকি জিক্সার এসএফ ২০১৭

সুজুকি জিক্সার এসএফ ২০১৭ ইয়্যাং জেনারেশন এর সব থেকে বেশি চাহিদার বাইক । বাইকটির লুকস এবং এ্যাক্সেলেরেশন ও পাওয়ারফুল ইঞ্জিন এর জন্য আমাদের দেশে সব থেকে সাকসেসফুল বাইক । সুজুকি জিক্সার এসএফ ইঞ্জিনে রয়েছে ১৫৫ সিসি ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার,২ ভাল্বভ, এয়ার কুল্ড যেটা প্রায় ১৪.৮পিএস@ ৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪এনএম@ ৬০০০ আরপিএম টর্ক দিতে সক্ষম । বাইকটির ইঞ্জিনের পাওয়ার এই সেগমেন্টের সব থেকে বেশি এবং এর পার্ফমেন্সও অনেক ভাল ।


suzuki-gixxer-sf-price-in-big

  

বাইকটি ফুল ফেয়ারড বডি কিটস এবং এর ডাবল এক্সজস্টেড এর কারনে আরো স্পোর্টস বাইকের মত লাগে । এটার স্টাইলিশ ডিজাইন এবং কর্ম্ফোটেবল এর জন্য বাইকটি ইয়্যাং জেনারেশন এর অনেক প্রিয় । ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি জিক্সার এসএফ ২০১৭এর দাম ২,৩৯,৯৫০ টাকা ।

সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক

বাংলাদেশের ইয়্যাং জেনারেশন এর জন্য সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক সবথেকে আকর্ষনীয় বাইক । বাইকটির লুকস এবং এ্যাক্সেলেরেশন ও পাওয়ারফুল ইঞ্জিন এর জন্য আমাদের দেশে সব থেকে সাকসেসফুল বাইক । সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক এডিশন এর ইঞ্জিন,ডিজাইন প্রায় সুজুকি জিক্সার এর মতন । সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক এডিশন এর শুধুমাত্র পার্থক্য হল এর ব্রেকিং সিস্টেম । মোটরসাইকেলের দুই চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক সিস্টেম দেওয়া আছে । বর্তমানে সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক এর দাম ২,৪৯,০০০ টাকা ।

 

Suzuki-Gixxer-s-double-disc-in-large


সুজুকি জিক্সার এসএফ মোটো জিপি

বাংলাদেশের ইয়্যাং জেনারেশন এর জন্য সুজুকি জিক্সার এসএফ মোটো জিপি সবথেকে আকর্ষনীয় বাইক । বাইকটির লুকস এবং এ্যাক্সেলেরেশন ও পাওয়ারফুল ইঞ্জিন এর জন্য আমাদের দেশে সব থেকে সাকসেসফুল বাইক । মোটরসাইকেলটির গ্র্যাফিক্স যেমন ভাল তেমনি জিক্সার লগো যেভাবে বাইকের ট্যাংকে দেওয়া হয়েছে যার কারনে আরো বেশি আকর্ষনীয় হয়ে উঠেছে। সুজুকি জিক্সার ইঞ্জিনে রয়েছে ১৫৫ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ,২ ভাল্বভ, এয়ার কুল্ড যেটা প্রায় ১৪.৮পিএস@ ৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪এনএম@ ৬০০০ আরপিএম টর্ক দিতে সক্ষম । বাইকটির ইঞ্জিনের পাওয়ার এই সেগমেন্টের সব থেকে বেশি এবং এর পার্ফমেন্সও অনেক ভাল ।

  

suzuki-gixxer-sf-moto-gp-edition


বাইকটি ফুল ফেয়ারড বডি কিটস এবং এর ডাবল এক্সজস্টেড এর কারনে আরো স্পোর্টস বাইকের মত লাগে । এটার স্টাইলিশ ডিজাইন এবং কর্ম্ফোটেবল এর জন্য বাইকটি ইয়্যাং জেনারেশন এর অনেক প্রিয় । বাইকটির দুটো ভার্শন আছে সিঙ্গেল ডিস্ক ভার্শন এবং ডাবল ডিস্ক ভার্শন । ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি জিক্সার এসএফ মোটো জিপি এর দাম ২,৫৯,৯৫০ টাকা (ডাবল ডিস্ক) এবং ২,৪৯,৯৫০ টাকা (সিঙ্গেল ডিস্ক) ।

সুজুকি লেটস (স্কুটার)

সুজুকি লেটস বাংলাদেশের ১১০ সিসি স্কুটার এর নতুন আবিষ্কার । স্কুটারে এসইপি(সুজুকি ইকো পার্ফমেন্স) ইঞ্জিন আছে । স্কুটারের ইঞ্জিনে ফোর স্ট্রোক ১১২সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড এবং বাইকটা প্রায় ৮.২বিএইচপি এবং ৮.৮এনএম টর্ক দিতে সক্ষম । সুজুকি লেটস এ সিভিটি সিস্টেম(কন্টিনিউয়াস ভ্যারিবেল ট্রান্সমিশন) এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম রয়েছে ।


Suzuki-Lets-in-bangladesh

  

সুজুকি লেটস খুব আকর্ষনীয় স্কুটার এবং এর ডিজাইনও খুব আকর্ষনীয় । ইন্সট্রুমেন্টাল কন্সোল এবং সুইচ গিয়ার কোয়ালিটির দিক দিয়ে ডিসেন্ট । বাইকটির ছোট টায়ার এবং ফুল ব্ল্যাক এক্সজস্টেড খুবই আকর্ষনীয় ।  ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি লেটস এর দাম ১,৫৫,০০০ টাকা ।

সুজুকি এক্সেস ১২৫ (স্কুটার)

সুজুকি এক্সেস খুব সুন্দর এবং ক্ল্যাসিক লুকের স্কুটার । বাইকটির মাইলেজ বেশ ভাল । যদিও স্কুটারের দামটা বেশি কিন্তু সীমাবদ্ধের মধ্যে । সুজুকি এক্সেস এর ইঞ্জিনে রয়েছে ফোর স্ট্রোক ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুল্ড যেটা প্রায় ৮.৫৮বিএইচপি@ ৭৫০০ আরপিএম পাওয়ার এবং ১০.২এনএম@ ৫০০০ আরপিএম টর্ক দিতে সক্ষম । সুজুকি এক্সেস এ সিভিটি সিস্টেম(কন্টিনিউয়াস ভ্যারিবেল ট্রান্সমিশন) এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম রয়েছে । মোটরসাইকেলটি কার্বুরেটেড বাইক এবং কিক এবং ইলেক্ট্রিক এর মাধ্যমে স্টার্ট করা যায় ।

Suzuki-Access-price-2018

 

 সুজুকি এক্সেস খুব আকর্ষনীয় এবং ডিসেন্ট লুক স্কুটার । ইন্সট্রুমেন্টাল কন্সোল এবং সুইচ গিয়ার কোয়ালিটির দিক দিয়ে ডিসেন্ট । বাইকটির ছোট টায়ার এবং ফুল ব্ল্যাক এক্সজস্টেড খুবই আকর্ষনীয় ।  ২০১৮ সালে সুজুকি বাইকের দামের তালিকায়, বর্তমানে সুজুকি এক্সেস এর দাম ১,৭৫,০০০ টাকা ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes