যুক্তরাজ্যের লুমিজ মটো ক্যাফে- বাইকারদের যাত্রাবিরতি ও মিলনমেলার অনন্য এক ঠিকানা
This page was last updated on 03-Aug-2025 09:56am , By Raihan Opu Bangla
শুধুমাত্র বাংলাদেশ ই নয়, সারা বিশ্বের বাইকিং কমিউনিটির কালচারের মধ্যেই একটা বিষয় কমন। সেটা হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে গেট টুগেদার অথবা ট্যুরে বের হলে পথের মধ্যে অবশ্যই যাত্রা বিরতি দিতে হবে এমন কোন একটি স্থানে অন্যান্য বাইকারদের সাথে মিটআপ করা। আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে এরকম বেশ কিছু বাইকার ক্যাফে পরিচিত এবং লুমিজ মটো ক্যাফে তাদের মধ্যে একটি।
যুক্তরাজ্যের লুমিজ মটো ক্যাফে- বাইকারদের যাত্রাবিরতি ও মিলনমেলার অনন্য এক ঠিকানা

যুক্তরাজ্যের সাউথ ডাউনসের মাঝখানে এই ক্যাফেটি অবস্থিত যা সাধারণত ওল্ড স্কুল বাইকারদের যাত্রাবিরতি, হালকা নাস্তা এবং আশেপাশের রাইডিং রুটের একটি মাইলস্টোন হিসেবে বিখ্যাত। বাইকারদের জন্য পারফেক্ট একটা মিটআপের জায়গা হিসেবে লুমিজ মটো ক্যাফে পরিচিত এবং এটি বহু বছর ধরে নিজেদের কার্যক্রম এবং ঐতিহ্য ধরে রেখেছে।
লুমিজ মটো ক্যাফের জেনারেল ম্যানেজার পল ফুলিক আন্তর্জাতিক মোটরসাইকেল ব্লগ MCN কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "একসময় কটেজের উদ্যোক্তা মালিকরা একটি ছোট হোম ক্যাফে শুরু করেছিলেন।

উদ্যোক্তারা ভেবেছিলেন এটি একটি দুর্দান্ত জায়গা হবে কিন্তু 90 এর দশকে তেমন সাড়া না পাওয়ায় তারা ক্যাফেটি বন্ধ করে দেন। ক্যাফেটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এক পর্যায়ে স্থানীয় কিছু বাইকার ভেবেছিলেন যে এটি একটি বাইকার ক্যাফের জন্য একটি ভাল জায়গা হতে পারে। তাই তারা নিজ উদ্যোগে লুমিজ মটো ক্যাফের যাত্রা শুরু করেছিলেন।"
Also Read: Motorcycle Price In Bangladesh

লুমিজ মটো ক্যাফে ধীরে ধীরে আরও জনপ্রিয় হয় এবং পল ছিলেন ক্যাফের নিয়মিত গ্রাহক। গিনেস কেক নামক খাবারটি তার সহ অন্যান্য বাইকারদের অনেক প্রিয় ছিল। মেনু থেকে গিনেস কেক বাদ পড়ার পর তিনি কষ্ট পান এবং অবশেষে বেকার হিসেবে লুমিজ ক্যাফেতে যোগ দেন।
কিন্তু লুমিজ আবার বন্ধ হয়ে যাচ্ছে এমন ঘোষণা আসে এবং তিনি এটার প্রতি মায়া এবং আবেগ অনুভব করেন এবং একজন বাইকার হিসেবে বাইকারদের মিলনমেলা ধরে রাখার জন্য পল ফুলিক নিজে ক্যাফেটির মালিকানা গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং গত আট বছর ধরে সফলতার সাথে ক্যাফেটি পরিচালনা করছেন।
পল ফুলিক ক্যাম্পিং করার জন্য কাছাকাছি কিছু বনভূমিও সরিয়ে ফেলেছেন এবং গ্রীষ্মকালে পার্কিং এরিয়ায় হাজারের অধিক লোকের সমাগম দেখা যায় এবং বাইকারদের আড্ডা ছাড়াও ড্র্যাগ রেস, জিমখানা এবং মডিফিকেশন ডিসপ্লে টাইপ এক্টিভিটি হয়।
পল ফুলিক আরো বলেন, "আমরা একটি হাব তৈরি করতে পছন্দ করি। লুমিজ মটো ক্যাফে কেবল কাউন্টারের উপর জিনিসপত্র বিক্রি করার মত কোন বিষয় নয়। এটি বাইকিং কমিউনিটির একটি আবেগ ও অনুভূতির বিষয়।"
দেশ ও বিদেশের বাইকিং কমিউনিটির সম্পর্কে জানা ও অজানা তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
