মোটরসাইকেল কম্প্রেশন রেশিও কি? এটা কিভাবে কাজ করে?

This page was last updated on 10-Nov-2025 04:00pm , By Rafi Kabir

কম্প্রেশন রেশিও কী

Compression Ratio শব্দটা শুনে অনেকেই ভাবে এটা হয়তো খুব টেকনিক্যাল বিষয় কিন্তু আসলে ব্যাপারটা অনেক সহজ। মোটরসাইকেলের ইঞ্জিনে একটি Cylinder থাকে, যার ভিতরে একটি Piston ওপরে নিচে উঠা নামা করে।

যখন পিস্টন নিচে নামে, তখন Air এবং Fuel এর Mixture ভেতরে ঢোকে। এরপর পিস্টন যখন ওপরে উঠে তখন সেই বাতাস ও জ্বালানিকে চাপ দিয়ে সংকুচিত (Compress) করে।

এই চাপ বা Compression এর কারনটাই হলো Compression Ratio।

কম্প্রেশন রেশিও কাকে বলে

ইঞ্জিনের সিলিন্ডারে পিস্টন নিচে থাকলে যতটা জায়গা থাকে, আর পিস্টন ওপরে গেলে যতটা ছোট জায়গা বাকি থাকে, সেই দুই জায়গার অনুপাতই হলো Compression Ratio।

উদাহরণ দিয়ে বোঝাতে গেলে,

ধরেন, পিস্টন নিচে থাকলে সিলিন্ডারের মোট জায়গা হলো 500cc আর পিস্টন ওপরে উঠলে জায়গাটা ছোট হয়ে 50cc এর মত হয়ে যায়।

তাহলে Compression Ratio = 500 ÷ 50 = 10:1

মানে বাতাস ও জ্বালানি মিশ্রণ ১০ গুণ জায়গা থেকে চেপে ১ গুণ জায়গায় গেছে আর এটিই 10:1 Compression Ratio।

কম্প্রেশন রেশিও কিভাবে কাজ করে?

ইঞ্জিনে Air এবং Fuel Mixture যখন ক্ম্রপ্রেসড হয়, তখন এর Pressure ও Temperature দুইটাই বেড়ে যায়। এরপর যখন স্পার্ক প্লাগ থেকে আগুন লাগে তখন সেই ছোট জায়গায় জ্বালানি বেশি জোরে বিস্ফোরিত হয় এবং শক্তি তৈরি করে।

এই শক্তিই পিস্টনকে নিচে ঠেলে দেয় এবং পিস্টন ক্র্যাঙ্কশ্যাফট ঘোরায় এবং এই পাওয়ার এর মাধ্যমে বাইকের চাকা ঘোরায়। তাই, যত বেশি কম্প্রেশন, তত বেশি শক্তি তৈরি হয়। কিন্তু এর একটা সীমা আছে খুব বেশি কম্প্রেশন হলে বিপদও হতে পারে।

বিভিন্ন বাইকে বিভিন্ন কম্প্রেশন রেশিও কেন?

সব মোটরসাইকেলের উদ্দেশ্য এক না। কেউ ফুয়েল সেভিং চায়, কেউ স্পিড ও পাওয়ার। এই উদ্দেশ্যের উপরই নির্ভর করে Compression Ratio।

যেমন

  • Hero Splendor বা TVS Raider এর মতো কমিউটার বাইকে কম্প্রেশন রেশিও সাধারণত 9:1 বা 9.5:1, যাতে মাইলেজ বেশি পাওয়া যায়।
  • Yamaha R15, KTM Duke এর মতো স্পোর্টস বাইকে রেশিও থাকে 11:1 বা 12:1, যাতে পারফরম্যান্স বেশি হয়।
  • রেসিং বাইকে এটি আরও বেশি, যেমন 13:1 বা তারও বেশি, যা এক্সট্রিম পাওয়ার দেয় কিন্তু ইঞ্জিন তাপমাত্রা দ্রুত বেড়ে যায়।

Compression Ratio এর প্রভাব

  • বেশি Compression মানে জ্বালানি বেশি চাপের মধ্যে জ্বলে, ফলে Power বেশি হয়।
  • সঠিক Compression থাকলে জ্বালানি পুরোপুরি পোড়ে তাই মাইলেজ ভালো দেয়।
  • বেশি Compression মানে বেশি Heat তৈরি হয়। তাই High Compression ইঞ্জিনে কুলিং সিস্টেম (Liquid Cooling বা Oil Cooling) দরকার হয়।
  • High Compression Engine এর জন্য সাধারণত High Octane Fuel লাগে, কারণ সাধারণ ফুয়েল দিয়ে টকটক শব্দ হতে পারে।

কম্প্রেশন রেশিও এর তুলনাঃ

Ratio    Power    Fuel EfficiencyEngine HeatEngine Life
8:1Low            ModerateCoolLong
10:1BalancedGoodWarmMedium
12:1HighGoodHotMedium
13:1+Very HighAverageVery HotShort


বেশি কম্প্রেশন হলে কী সমস্যা হতে পারে?

যদিও বেশি Compression মানে বেশি Power, কিন্তু এর কিছু বিপদও আছে

  • জ্বালানি আগেই জ্বলে গেলে ইঞ্জিনে টকটক শব্দ হয়।
  • অতিরিক্ত প্রেসারে ইঞ্জিন গরম হয়ে যায়।
  • দীর্ঘ সময় High Compression এ চালালে ইঞ্জিনের পিস্টন ও ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই সবসময় ইঞ্জিন ডিজাইন অনুযায়ী কম্প্রেশন রেশিও বজায় রাখা দরকার।

পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও

পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও থাকে 8:1 থেকে 12:1 এর মধ্যে। মানে, ইঞ্জিনের ডিজাইন ও পারফরম্যান্স অনুযায়ী রেশিও এই রেঞ্জের ভেতরে থাকে।

কারণ পেট্রোল হলো এমন জ্বালানি যা কম চাপেই জ্বলে ওঠে। তাই যদি অতিরিক্ত চাপ দেওয়া হয়, তাহলে স্পার্ক প্লাগ আগেই আগুন না দিলেও পেট্রোল নিজে থেকেই জ্বলে যায় এই অবস্থাকে বলে Engine Knocking । তাই পেট্রোল ইঞ্জিনে তুলনামূলক কম রেশিও ব্যবহার করা হয় যাতে ইঞ্জিন মসৃণভাবে চলে এবং ওভারহিট না হয়।

মোটরসাইকেলের কম্প্রেশন রেশিও ইঞ্জিনের পাওয়ার এবং পারফরম্যান্স এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভালো কম্প্রেশন রেশিও থাকলে ইঞ্জিন আরও শক্তিশালী ও দক্ষভাবে কাজ করতে পারে।