ভারতে হিরো গ্ল্যামার ১২৫ এর লঞ্চ হতে যাচ্ছে ১৯ আগস্ট ২০২৫ এ
This page was last updated on 17-Aug-2025 10:53pm , By Rafi Kabir
হিরো মোটোকর্প (Hero Motocorp) বিশ্বের অন্যতম বিখ্যাত দুই চাকার যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ভারত থেকে যাত্রা শুরু করা এই ব্র্যান্ড আজ বাংলাদেশসহ বহু দেশে জনপ্রিয়। সাশ্রয়ী দাম, মাইলেজ ও নির্ভরযোগ্য ইঞ্জিনের জন্য হিরো বাইক প্রতিদিনের চলাচলের জন্য রাইডারদের কাছে বেশ জনপ্রিয়।

Hero MotoCorp তাদের নতুন Hero Glamour 125 বাইকের লঞ্চ ১৯ আগস্ট ২০২৫ এ নিশ্চিত করেছে। তাদের নতুন বাইকের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে লঞ্চের আগেই।

Hero Glamour 125 নতুন ফিচার
Hero Glamour 125 এ আশা করা হচ্ছে নতুন নতুন কিছু ফিচারস আনা হবে যেটা এই বাইকটিকে বাইকার এবং সবার কাছে আর্কষনীয় করে তুলবে অনেক। চলুন দেখা যাক কি কি নিয়ে আসতে পারেঃ
- বাইকে একটি সম্পূর্ণ নতুন Digital Instruments Cluster থাকবে, যা অনেকটা Karizma XMR এর মতো গ্রাফিক্সের হতে পারে।
- Cluster এ “set speed” লেখা দেখা গেছে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে এই মডেলে Cruise Control থাকবে, যা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে সাধারণত নেই ।
- Spy Shot এ দেখা গেছে বাইকের টেইলসেকশন, টেইললাইট ও ইন্ডিকেটর Karizma XMR এর মতো স্টাইলে থাকতে পারে।

ইঞ্জিন ও মেকানিক্যাল ডিটেইলস
Hero Glamour 125 ইঞ্জিন এ রাখা হতে পারে পাওয়ার থাকে 10.68 BHP ও টর্ক 10.6 NM; গিয়ারবক্স 5 Speed। সামনের দিকে থাকবে টেলিস্কোপিক ফর্ক(Telescopic fork), এবং পিছনে থাকবে ডুয়্যল শক অ্যাবসরবার(Dual shock absorbers) , যা আগের মতোই থাকতে পারে।
সম্ভাব্য দাম
Hero Glamour 125 এ Standard ও Xtec—এই দুই ভ্যারিয়েন্টের Delhi জেন্সিস এক্স শোরুম দাম যথাক্রমে প্রায় ₹87,000 এবং ₹90,498 রুপি ধারনা করা হচ্ছে। নতুন ফিচারগুলো যুক্ত হওয়ায় দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে
