ভারতে লঞ্চ হয়ে গেল নতুন Honda CB125 Hornet
This page was last updated on 21-Aug-2025 10:16pm , By Raihan Opu Bangla
বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা বছরের পর বছর ধরে ১২৫সিসি কমিউটার সেগমেন্টে আধিপত্য বিস্তার করে আসছিল। সম্প্রতি হোন্ডা অবশেষে নতুন ১২৫ সিসি ন্যাকেড সেমি স্পোর্টস ক্যাটাগরিতে Honda CB125 Hornet লঞ্চ করেছে।

ইন্ডিয়াতে লঞ্চ হল নতুন - Honda CB125 Hornet
হোন্ডা ব্র্যান্ডের Hornet 160R এবং Hornet 2.0 185 দুইটাই বহুল জনপ্রিয় বাইক। Hornet সিরিজের এই নতুন বাইকের ফার্স্ট লুক এবং ফার্স্ট ইম্প্রেশন ইতিমধ্যেই লঞ্চ হওয়ার পরে এক প্রকার হইচই ফেলে দিয়েছে।
Also Read: Honda Motorcycle Price In Bangladesh

গতানুগতিক কমিউটার ডিজাইন থেকে সরে এসে Honda CB125 Hornet ডিজাইনের ক্ষেত্রে বেশ এগ্রেসিভ লুক দিয়েছে Honda. সামনের অংশটি বেশ শার্প এবং একটি LED হেডল্যাম্প সহ দেখা গিয়েছে। এতে USD শক এবসর্ভার দেওয়া হয়েছে যা হোন্ডার এই সেগমেন্টে প্রথম এবং একটি স্প্লিট সিট সেটআপও রয়েছে।
Also Read: Honda CB125R (2022) Price in BD

বাইকটিতে Honda Roadsync অ্যাপ কানেক্টিভিটি সহ ৪.২-ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে। এছাড়াও অন্যান্য ফিচারস এর মধ্যে সিঙ্গেল-চ্যানেল আবশ, USB চার্জিং এবং অল LED লাইটস অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিচারস বিবেচনায় যা যথেষ্ট যুগোপযোগী মনে হয়েছে।
Also Read: Honda CB 750 C 1980 Price in BD
আপাতত চারটি রঙে বাইকটি লঞ্চ হয়েছে এবং আগামী ১লা আগস্ট থেকে ভারতীয় বাজারে প্রি-বুকিং শুরু হবে। Honda CB125 Hornet এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার রুপি। দেখার বিষয় আন্তর্জাতিক মার্কেটে তথা বাংলাদেশে কবে বাইকটি এভেইলেবল হয়।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
