Suzuki Gixxer 155 ৫০,০০০ কিলোমিটার এর এক বিশ্বস্ত সঙ্গী - অনিক
This page was last updated on 02-Aug-2025 05:34pm , By Shuvo Bangla
আমি শাহরিয়ার হক অনিক , প্রায় তিন বছর আগে, আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হয়েছিল , আমি প্রথমবারের মতো শোরুম থেকে নতুন একটি বাইক কিনেছিলাম Suzuki Gixxer। বাইকটি হাতে পাওয়ার সেই মুহূর্তটা এখনও স্পষ্ট মনে আছে আনন্দ, উত্তেজনা আর দায়িত্ববোধ একসাথে কাজ করছিল। তখন বুঝিনি, এ বাইক আমার জীবনের কত বড় এক সঙ্গী হয়ে উঠবে।
Suzuki Gixxer 155 ৫০,০০০ কিলোমিটার এর এক বিশ্বস্ত সঙ্গী
.webp)

বাইকটি কিনেছি তিন বছর এই তিন বছরে আমি Gixxer নিয়ে রাস্তায় পাড়ি দিয়েছি ৫০,০০০ কিলোমিটার এর ও বেশি পথ। শহরের ট্রাফিক থেকে শুরু করে পাহাড়ি উঁচুনিচু পথ সব জায়গায়ই বাইকটি ছিল আমার নির্ভরযোগ্য সঙ্গী। এত দীর্ঘ সময় ব্যবহার করার পরও আজও ইঞ্জিনের পারফরম্যান্স দুর্দান্তভাবে স্মুথ, টর্ক ও ব্রেকিং সিস্টেম এখনো ভরসা দেয়।
Also Read: Motorcycle Price In Bangladesh

মাইলেজ ও ফুয়েল ইকোনমি -
সিটি রাইডে আমি সাধারণত পাই ৪০-৪২ কিমি/লিটার, আর হাইওয়েতে এই সংখ্যা বেড়ে হয় ৪৫-৪৮ কিমি/লিটার পর্যন্ত। যারা ফুয়েল ইকোনমি নিয়ে ভাবেন, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি অর্থবোধক চয়েস।

লং রাইডে Gixxer-এর অভিজ্ঞতা -
এই বাইক নিয়ে আমি ঘুরে এসেছি সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি, এমনকি পটুয়াখালীও। প্রতিটি ট্রিপে Gixxer আমাকে দিয়েছে কমফোর্ট আর কনফিডেন্স। এর সাসপেনশন ও রাইডিং পজিশন লং রাইডে অনেক সাহায্য করে, যেটা আমি প্রতি কিলোমিটারেই অনুভব করেছি।
কিছু সাধারণ ব্যবহারের বিষয় -
সময়ের সাথে সাথে সিট কিছুটা হার্ড হয়ে গেছে, মাঝে মাঝে ক্লাচ কেবল এডজাস্ট করতে হয়। তবে এগুলো খুবই স্বাভাবিক। Suzuki-এর অথরাইজড সার্ভিস সেন্টার থেকে আমি সবসময়ই ভালো সাপোর্ট পেয়েছি, তাই মেইনটেনেন্স কখনো সমস্যা হয়নি।
Also Read: Suzuki Bike Price in Bangladesh
কেন Gixxer -
Gixxer বেছে নেওয়ার প্রধান কারণ হলো এর স্পোর্টি লুক, টাফনেস, আর ডেইলি ইউজে কার্যক্ষমতা। এটি শুধুই একটা বাইক না এটা একটা টোটাল প্যাকেজ। যারা নতুন রাইডার, তাদের আমি Gixxer মন থেকে রেকমেন্ড করি। এই বাইক স্টাইল, পারফরম্যান্স আর স্থায়িত্ব তিনটিই ব্যালেন্স করে দেয়।
Suzuki Gixxer Monotone আমার কাছে শুধুই একটা যানবাহন না। এটি আমার প্রতিদিনকার জীবনযাত্রার সঙ্গী, আমার অনুভবের অংশ, আমার বিশ্বস্ত বন্ধু। ৫০,০০০ কিলোমিটার এর এই সফরে রয়েছে অগণিত স্মৃতি, রাইডিংয়ের নেশা আর বিশ্বাসের গল্প। ধন্যবাদ ।
লিখেছেনঃ শাহরিয়ার হক অনিক
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
