বাইকের ডিস্কে যা লাগলে ব্রেক মিস করবে
This page was last updated on 30-Jul-2024 05:06pm , By Ashik Mahmud Bangla
আমরা অনেকেই বাইক ওয়াশ করতে দিয়ে নিজেদের কাজে চলে যায় , আর তখন দোকানের মানুষ নিজেদের ইচ্ছা মতো বাইক ওয়াশ করে দেয়। কিন্তু বাইক ওয়াশ করার বেশ কিছু নিয়ম রয়েছে , বর্তমান সময়ে অধিকাংশ দোকানে প্রেশার গান ব্যবহার করা হয় বাইক ওয়াশ করার জন্য।
তবে একটা জিনিস মনে রাখবেন বাইক ওয়াশের সময় হাই প্রেশার দিয়ে বাইক ধুয়ালে বাইকের অনেক বড় ক্ষতি হতে পারে। যাদের বাইকে রেডিয়েটর আছে , সেই জায়গায় যদি হাই প্রেশার দিয়ে পানি দেয়া হয় তাহলে বাইকের রেডিয়েটর ফুটা হয়ে যাওয়ার ও সম্ভাবনা থাকে।
বাইকের ডিস্কে যা লাগলে ব্রেক মিস করবে
বাইক ওয়াশ করার পর বাইকে যাতে মরিচা না পরে সেজন্য অনেকেই বাইকের ইঞ্জিনে , চেসিসে তেল দিয়ে স্প্রে করে থাকে। কিন্তু এই তেল যদি কোনভাবে বাইকের ডিস্কে লেগে যায় আর আপনি যদি সেটা খেয়াল না করেন তাহলে বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কারন বাইকের ডিস্কে তেল লাগলে তখন বাইকের ব্রেক মিস করবে।
এছাড়াও অনেকেই বাইক ওয়াশ করার পর বিভিন্ন ধরনের স্প্রে পলিশ বাইকে ব্যবহার করে থাকেন। যদি কোন কারনে এই সব পলিশ বাইকের ডিস্কে লেগে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের ব্রেক মিস করবে।
এখন কথা হচ্ছে সমাধান কি ? এটা তেমন কোন বড় ইস্যু না বাইকে যদি কোন কারনে তেল দিয়ে স্প্রে করান তখন বাইকের উভয় ডিস্ক ভালোভাবে ধুয়িয়ে নিন। আর বাইক ধোঁয়ানোর পর বাইক নিয়ে যাত্রা শুরু করার আগে অবশ্যই বাইকের ব্রেক কাজ করে কিনা সেটা চেক করে নিন।
বাইকের ব্রেক কম কাজ করার বেশ কিছু কারন রয়েছে , সেগুলো সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।