মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতীয় পর্যটকের মোটরসাইকেল চুরি
This page was last updated on 03-Sep-2025 02:48pm , By Arif Raihan Opu
ইয়োগেশ আলকারি ভারতীয় একজন মোটরসাইকেলিস্ট এবং কনটেন্ট ক্রিয়েটর যিনি ভ্রমণে বের হয়েছেন তার ভ্রমনে ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। ভারত থেকে ১৫,০০০ মাইল (২৪,১৪০ কিলোমিটার) যাত্রার চ্যালেঞ্জ গ্রহণ করে ছিলেন। বর্তমানে তিনি লন্ডনের নটিংহাম শহরে অবস্থান করছিলেন। তিনি এই ভ্রমণে কেটিএম ৩৯০ এডভেঞ্চার মোটরসাইকেল ব্যবহার করছিলেন।
নটিংহাম শহরে ভারতীয় নাগরিকের বিশ্ব ভ্রমণে বের হওয়া মোটরসাইকেলটি চুরি হয়েছে

এই সময়ে তিনি যেই মোটরসাইকেলটি ভ্রমণের জন্য ব্যবহার করছিলেন সেই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। অপ্রত্যাশিত ভাবে মোটরসাইকেলটি পার্কিং থেকে চুরি হয়েছে। তিনি ১৭টি দেশ ঘুরে বর্তমানে লন্ডনের নটিংহাম শহরে অবস্থান করছিলেন।
Also Read: Motorcycle Price In Bangladesh

১৭টি দেশের মধ্যে এশিয়া এবং ইউরোপের অনেক গুলো দেশ ছিল। তিনি গত ১ মে ২০২৫ ভারতের মুম্বাই থেকে তার যাত্রা শুরু করেন। যাত্রা পথে তিনি ইরান, নেপাল, কাজাখিস্তান, উজবেকিস্তান সহ অনেক গুলো দেশ ভ্রমন করেন। এছাড়া ইউরোপের বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফ্রান্স সহ অনেক গুলো দেশ ভ্রমণ করেছেন।
Also Read: KTM Motorcycle Price In Bangladesh

ইয়োগেশ জানান যে, “এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এছাড়া বাইকের সাথে যে ট্রাভেল বক্স ছিল সেখানে তার গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিল, যেমন ল্যাপটপ, মোবাইল, পাসপোর্ট, লাইসেন্স, ক্যামেরা সহ জামা কাপড়ও ছিল”। প্রায় ২৪ লক্ষ টাকার উপরের জিনিসপত্র চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
তিনি বাইকটি রাস্তার পাশে পার্কিং করে সকালের নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্ট এ গিয়েছিলেন। তারপর তিনি এসে তার বাইকটি আর খুজে পাননি। পুলিশকে জানানোর পর তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। সিসি টিভির ফুটেজ অনুযায়ী দেখা যায়, ২টি স্কুটার এসে তারা বাইকটি চুরি করে নিয়েছেন।
এছাড়া ইয়োগেশ আরও জানান যে, “মোটরসাইকেলটি শুধু মাত্র একটি মোটরসাইকেল ছিল না। এটি তার বাড়ি, তার স্বপ্ন এবং ভ্রমণের সঙ্গী ছিল। একজন ভ্রমণ পিপাসু বা ট্রাভেলার হিসেবে বাইকটি ছিল তার সর্বক্ষণের সঙ্গী”।
আরও পড়ুনঃ মোটরসাইকেল ট্রাভেলের সম্ভাব্য খরচপত্র কিভাবে নির্ধারন করবেন?
তিনি আরও জানিয়েছেন যে, এরপর এখান থেকে তিনি স্পেন, মরক্কো হয়ে আফ্রিকার কেপটাউন হয়ে। তারপর কেনিয়া হয়ে আবার ভারতে ফিরে যাব। আমি ইরান এবং তুরস্কের মত দেশে গিয়েছি যেখানে নিরাপদ অনুভব করেছি। অনেকেই আমাকে বলেছিলেন লন্ডন নিরাপদ নয়, তাই আমি নটিংহাম গিয়েছিলাম। তবে এমন হবে ভাবিনি।
তবে নটিংহাম পুলিশ জানিয়েছে যে, তার ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও সেভাবে কোন কিছু জানা যায়নি। দ্রুততার সাথে অপরাধীদের ধরা হবে বলে জানিয়েছেন।
এছাড়া নটিংহাম সিটি কাউন্সিল এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখছেন। যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে।
তথ্যসূত্রঃ বিবিসি নটিংহাম
