Yamaha MT15 V2 পারফরম্যান্স, কমফোর্ট আর মাইলেজে এক কমপ্লিট প্যাকেজ - সামায়ুন
This page was last updated on 09-Oct-2025 06:47pm , By Md Kamruzzaman Shuvo
আমি সামায়ুন কবির , আমি বর্তমানে Yamaha MT 15 V2 Bs6 চালাই। এর আগে আমি চালাতাম Yamaha FZs V2, সেটাই এক্সচেঞ্জ করে এই নতুন MT15 V2 নিয়েছিলাম। বাইক বদলানোর সময় মনটা একটু ভারী ছিল । আগের বাইকটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে ছিল। কিন্তু যখন প্রথমবার নতুন বাইকটা স্টার্ট দিলাম, মনে হলো এটা আলাদা কিছু ।

৬০০০ কিলোমিটার চালানোর পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিচে তুলে ধরলাম -
Also Read: Motorcycle Price In Bangladesh

পারফরম্যান্স ও রাইডিং এক্সপেরিয়েন্স -
এই বাইকটার সবচেয়ে বড় দিক হলো স্মুথ পারফরম্যান্স ও রেসপন্সিভ পাওয়ার ডেলিভারি। VVA (Variable Valve Actuation) টেকনোলজির জন্য হাই RPM এও বাইকটার রেসপন্স একই থাকে। সিটি হোক বা হাইওয়ে দুই জায়গাতেই বাইকটার হ্যান্ডলিং দারুণ।

লাইটওয়েট ডিজাইন এর কারণে ট্র্যাফিকের ভেতর দিয়ে বাইক চালানো সহজ, আর ইন্সট্যান্ট টর্ক রেসপন্স শহরের ব্যস্ত রাস্তায় বাড়তি সুবিধা দেয়।
ডিজাইন ও লুক -
Aggressive look এই শব্দটাই MT15 V2 এর জন্য পারফেক্ট। স্ট্রিট ফাইটার ডিজাইন, প্রোজেকশন LED হেডলাইট, আর মজবুত বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে বাইকটার লুক প্রিমিয়াম লাগে। রাতের রাইডে LED হেডলাইট এতটাই ভালো পারফর্ম করে যে আলাদা ফগ লাইটের প্রয়োজনই পড়েনি এখন পর্যন্ত।
Also Read: Yamaha Bike Price in Bangladesh
কমফোর্ট ও মাইলেজ -
পেছনের সিটটা (পিলিয়ন) একটু কমফোর্টেবল হলে আরও ভালো হতো এটা বাইকের একমাত্র ছোট সীমাবদ্ধতা। তবে রাইডিং পজিশন, সাসপেনশন ও গ্রিপ একদম পারফেক্ট।
মাইলেজ -
শহরে – প্রায় ৪৬+ কিমি/L , হাইওয়েতে – প্রায় ৫২+ কিমি/L । এই সেগমেন্টে এমন মাইলেজ সত্যি অসাধারণ।
মেইনটেনেন্স ও সার্ভিস -
এখন পর্যন্ত Yamaha-এর সার্ভিস নিয়ে কোনো অভিযোগ নেই। নিয়মিত সার্ভিস করালে বাইকটা একদম নতুনের মতো থাকে। মেইনটেন খরচও তুলনামূলকভাবে কম, যা অনেকের ধারণার বাইরে।
কেন MT15 V2 বেছে নিলাম -
আমি এমন একটা বাইক চাচ্ছিলাম যেটা দেখতে আকর্ষণীয়, চালাতে মজার, আর মাইলেজও ভালো দেয়। সব দিক বিচার করলে MT15 V2-ই আমার জন্য পারফেক্ট ছিল।
এর প্রতিদ্বন্দ্বী হিসেবে GPX Demon GR165R বা Honda Xmotion থাকলেও, MT15-এর পারফরম্যান্স আর পার্টস এভেইলেবিলিটি বাংলাদেশে অনেক ভালো।
যারা একটা স্মার্ট লুকিং, রিফাইনড পারফরম্যান্স, আর কন্ট্রোল-ফ্রেন্ডলি বাইক খুঁজছেন তাদের আমি Yamaha MT15 V2 চোখ বন্ধ করে রিকমেন্ড করব। ৬০০০ কিলোমিটার চালানোর পর বলতে পারি MT15 আমার কাছে শুধু একটা বাইক না, বরং এক রাইডিং পার্টনার। প্রতিদিন এই বাইকের সঙ্গে একটা নতুন গল্প শুরু হয়। ধন্যবাদ ।
লিখেছেনঃ সামায়ুন কবির
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
