বাজাজ ইজি এক্সচেঞ্জ অফার মার্চ ২০২২!
This page was last updated on 18-Aug-2025 12:14pm , By Arif Raihan Opu
বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বাজাজ একটি জনপ্রিয় নাম। বিক্রয়ের দিক থেকেও বাজাজ তালিকার শীর্ষে অবস্থান করছে। প্রথমবারের মতো বাজাজ সারা দেশজুড়ে একযোগে নিয়ে এলো "বাজাজ ইজি এক্সচেঞ্জ"।

Also Read: উত্তরা মোটরস লঞ্চ করেছে Bajaj CT 100B
যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেলের বদলে সাশ্রয়ী মূল্যে নিন নতুন বাজাজ মোটরসাইকেল! সারা দেশের নির্দিষ্ট ১৪০টি শোরুমে ২০ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে এই এক্সচেঞ্জ অফার।

এক্সচেঞ্জ-এর নিয়মাবলিঃ
- যে মোটরসাইকেলটি এক্সচেঞ্জ করতে চান তার মালিক, এ সংক্রান্ত সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সাথে নিয়ে আসবেন।
- এক্সচেঞ্জ প্রোগ্রামে সংশ্লিষ্ট এলাকার স্বনামধন্য মোটরসাইকেল রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং আপনার মোটরসাইকেলটি ন্যায্য মূল্যে ক্রয় করবেন।
- পুরাতন মোটরসাইকেল বিক্রয় বাবদ পাওয়া টাকা নতুন বাজাজ মোটরসাইকেলের ডাউনপেমেন্ট হিসেবে গণ্য করা হবে এবং বাকি টাকা সংশ্লিষ্ট ডিলার পয়েন্ট থেকে নতুন মোটরসাইকেল ডেলিভারি নেওয়ার সময় পরিশোধ করবেন। ক্রেতাকে অবশ্যই নির্দিষ্ট ডিলারের শোরুম থেকেই বাজাজ মোটরসাইকেল ক্রয় করতে হবে।
- এছাড়াও সহজ শর্তে লোন সুবিধা, এবং আকর্ষণীয় হেলমেটসহ বিভিন্ন ধরনের ফ্রি গিফট তো থাকছেই!
Also Read: Bajaj Pulsar 150 Twin Disc

বাজাজ তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য বেশ জনপ্রিয়। তাদের ডিস্কভার, সিটি ১০০, প্লাটিনা মডেল গুলো কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় নাম। তবে কমিউটার সেগমেন্টে ডিস্কভার অনেক বেশি এগিয়ে রয়েছে।
New Bajaj Pulsar 150 Twin Disc (ABS) First Impression
বাজাজের ১৫০-১৬০ সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে পালসার। হ্যা! পালসার এখনও বাংলাদেশের এই সেগমেন্টে বেশি বিক্রি হওয়া একটি মডেল। সেই সুবাদে বাজাজ তাদের স্ট্রিট নেকেড স্পোর্টস সেগমেন্টে লঞ্চ করেছিল পালসার এনএস১৬০।
এই বাইকটিও বাইকারদের মন জয় করে নিয়েছে। Bajaj Pulsar NS160 এর লুকস, ডিজাইন ও এপিয়ারেন্স এর ভেতর একটি এগ্রেসিভ ভাব এনে দিয়েছে। তাই বাইকটি তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
Also Read: Bajaj Pulsar 200NS (2014) Price in BD
কোভিড এর প্রভাব অনেকাংশে কমে গিয়েছে। তাই এখন মোটরসাইকেলের মার্কেট আবার নতুন ভাবে জেগে উঠেছে। যদিও কোভিড এর সময় মোটরসাইকেল মার্কেট অনেক বেশি বিস্তার ঘটেছে। সেফটি ইস্যু এর কারণে অনেকেই এখন মোটরসাইকেল ব্যবহার করে থাকেন।
এই সুযোগে অনেক কোম্পানি তাদের ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়েছে। তবে এই “বাজাজ ইজি এক্সচেঞ্জ” অফারটি কাস্টোমারদের সহায়তা করবে যারা নতুন বাইক ক্রয় করতে চান তাদের। কারণ অনেকেই আছেন যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাদের জন্য এই অফার অনেক বেশি সহায়ক হবে।
Also Read: Bajaj Pulsar 220 (2014) Price in BD
এছাড়া বাজাজ দিচ্ছে লোন সুবিধা। ৮০% পর্যন্ত বাজাজ তাদের কাস্টোমারদের জন্য লোন সুবিধা রেখেছে। এছাড়া নতুন বাইক ক্রয়ে আকর্ষণী গিফট তো থাকছেই।
তাই আর দেরি না করে আপনার নিকটস্থ বাজাজ শোরুমে যোগাযোগ করুন ও “বাজাজ ইজি এক্সচেঞ্জ” অফারটি লুফে নিন। আর এই সুযোগে পুরোনো মোটরসাইকেল বদলে হয়ে যান বাজাজ বাংলাদেশের বৃহৎ পরিবারের সদস্য!
