খুলনা এবং এর আসে পাশের বাইকারদের নিয়ে আয়োজিত হয়ে গেল বাইকবিডি মটো মিট আপ ২০২৫
This page was last updated on 24-Aug-2025 10:28am , By Raihan Opu Bangla
খুলনা এবং আশেপাশের জেলার বাইকারদের নিয়ে আয়োজিত হয়ে গেলো Moto Meet Up Khulna 2025. গত ২২শে আগস্ট বাইকবিডি আয়োজিত এই ইভেন্টে ভরপুর খাওয়া দাওয়া আর আড্ডার পাশাপাশি ছিলো নানান গেমস এবং ফান এক্টিভিটিস।
বাইকবিডি খুলনা মটো মিট আপ ২০২৫

শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের করা হয় এরপর খুলনার স্থানীয় বাইকারদের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইভেন্টে উদ্বোধন করা হয়। এরপর ট্র্যাফিক বিভাগ থেকে একজন সদস্য বাইকারদের উদ্দেশ্যে ট্র্যাফিক সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর বাইকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লো বাইক রেস এবং হেলমেট পাসিং গেমের আয়োজন করা হয়। গেমসের শেষে জুম্মার নামাজের বিরতি দেওয়া হয়।

ইভেন্ট ভেন্যুর পাশেই মসজিদ থাকায় সবাই সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। নামাজের পর দুপুরের খাবারের পরিবেশন করা হয়। খাবারের আইটেম হিসেবে ছিলো চিকন চালের সাদা ভাতের সাথে ডাল ভর্তা, গলদা চিংড়ি ভুনা, আর মাটন চুই গোস্ত। ভরপুর খাওয়া দাওয়ার পর ইভেন্টের দ্বিতীয় পর্ব শুরু হয়।

যেখানে স্থানীয় একটি ব্যান্ডের শিল্পীরা চমৎকার গান পরিবেশনা করেন। এর মাঝেই হল রুমের বাইরে চলছিলো CFMOTO 300NK এর টেস্ট রাইড দেয়ার আয়োজন। এর পাশাপাশি ইলেকট্রিক বাইক ব্র্যান্ড Takyon এর দুইটি মডেলেরও টেস্ট রাইডের ব্যবস্থা।
এরপর টিম বাইকবিডি খুলনার সব সদস্যদের বাইকারদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর শুরু হয় ইভেন্টের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র, যেখানে ছিলো মোটরসাইকেল টায়ার, হেলমেটসহ আরো অনেক অনেক গিফট। এর পর সমাপনী বক্তব্যের মাধ্যমে ইভেন্ট শেষ হয়।
