বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ফ্যাশন ব্র্যান্ড CODS।
This page was last updated on 21-Nov-2023 10:52am , By Raihan Opu Bangla
বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ফ্যাশন ব্র্যান্ড CODS। বাইকবিডি ও CODS এর মধ্যে এক বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ফ্যাশন ব্র্যান্ড CODS
CODS একটি জনপ্রিয় ফ্যাশন ও স্টাইল ব্র্যান্ড। বিশেষ ভাবে বাইকারদের কাছে এই ব্র্যান্ডটি অনেক বেশি সুপরিচিত। বাইকারদের বিভিন্ন ধরনের জার্সি, টিশার্ট থেকে শুরু করে অনেক স্টাইলিশ এক্সেসরিজ তারা তৈরি করে থাকে।
এক চুক্তি স্বাক্ষরের মাধ্যেম বাইকবিডি ও CODS এক বছরের জন্য তারা বাইকবিডির পার্টনার হয়। এই এক বছরের বাইকবিডির মোটামুটি সকল ফ্যাশন ও স্টাইল তারা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোডস এর সম্মানিত ফাউন্ডার ও সিইও, বস্ত্র প্রকৌশলী জনাব তুষার কুমার পাল এর মধ্যে। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কোডস এর ব্রান্ড ম্যানেজার মিঃ শিহাব শুভ আর বাইকবিডির মার্কেটিং ম্যানেজার মিঃ নয়ন।
বাইকবিডি বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লগ। ২০১২ সাল থেকে বাইকবিডি, বাংলাদেশের বাইকারদের মাঝে কোম্পানির বিভিন্ন ধরনের অফার থেকে শুরু করে, টেঁকনিক্যাল ব্লগ, মিডিয়া কভারেজ, খবরসহ অন্যান্য অনেক ধরনের তথ্য বাইকদের দিয়ে আসছে।
২০১৭ সাল থেকে “Fashion with your own bike” স্লোগান নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম বাইকার দের জন্য ফ্যাসনেবল পোশাকের কাজ সুরু করে CODS। বিজনেস এর শুরুতেই আকর্ষণীয় কালার ও ডিজাইন এর জার্সি, ওয়িন্ডব্রেকার এর পাশাপাশি বাইকার দের জন্য ভিন্ন মাত্রার বিশ্বমানের পোশাক বাংলাদেশে তৈরি করে বাইকারদের মন জয় করে। বিগত ৫ বছরে বাংলাদেশি বাইকার বন্ধুদেরকে সাথে নিয়ে –CODS পৌঁছে গেছে বাংলাদেশের সকল প্রান্তে। বিশেষ ভাবে বাইকার, বাইসাইক্লিস্ট ও কার রেসার কাস্টমারদের কাছে এই পোশাক ব্র্যান্ডটি অনেক বেশি সুপরিচিত।
CODS হচ্ছে এমন একটি ফ্যাশন ব্র্যান্ড যারা সর্বপ্রথম “দেশের টাকা দেশেই রাখুন” স্লোগান দিয়ে, জনপ্রিয় অনলাইন সাইট এমাজন ও আলিবাবার কাস্টমারদেরকে কাছে টেনে বিশ্বমানের প্রডাক্ট বাংলাদেশে উৎপাদন ও ব্যাবহারে উৎসাহ প্রদান করার মাধ্যমে বাইকবিডির নজরে আসে। CODS বাইকারদের জন্য বাইকের গ্রাফিক্স এর সাথে মিলিয়ে স্টাইলিশ ও ফ্যাশনেবল টিশার্ট, জার্সি, জ্যাকেট, রেইন কোটসহ ফ্যাশেন গেজেট ১ পিস থেকে সুরু করে যে কোন সংখ্যার পোশাক তৈরি করে থাকে।
CODS এর পুরো মানে হচ্ছে "Creation of your Desired Styles"। বাইকারদের পাশাপাশি এই ক্লদিং কম্পানিটি বিগত ৫ বছরে বাইক ও অটোমোবাইল আমদানিকারক দের কাছে এখন বিশ্বস্ত ক্লদিং সাপ্লাইয়ার। CODS বর্তমানে ৫০০ এর অধিক বাইক ও বাইসাইকেল গ্রুপ, ১০০ এর অধিক অটোমোবাইল ও টেকনোলজি কোম্পানির জন্য পোশাক উৎপাদন ও সরবরাহ করেছে।
আমরা আশা করব CODS বাইকারদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির সকল প্রোডাক্ট সাশ্রয়ী মুল্যে বিক্রয় করবে। বাইকবিডির পার্টনারশিপ প্রস্তাব গ্রহণ করে বাইকারদের পাশে আরও একধাপ এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই কোডস পরিবারের সকল সদস্যদেরকে। ধন্যবাদ।