বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড টেইলজি
This page was last updated on 28-May-2025 05:51pm , By Arif Raihan Opu
বর্তমানে বাংলাদেশে ইলেক্ট্রিক ভেহিকল এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই সুবাদে বাংলাদেশ লঞ্চ হয়ে গেল ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড টেইলজি ইলেক্ট্রিক স্কুটার।

টেইলজি এখন অফিশিয়ালি বাংলাদেশে
বিভাগীয় শহর খুলনায় এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে লঞ্চ হয়ে গেল বিশ্বখ্যাত ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড টেইলজি। এই সময় টেইলজি এর উর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Also Read: Electric Scooter Price In Bangladesh
এছাড়া ইভি কর্ণারের ব্যানারে খুলনায় এই স্কুটারের শোরুম উদ্বোধন করা হয়েছে। শোরুমের উদ্বোধনে শোরুমের কর্ণধার সহ সাধারণ বাইকাররা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলে বাইকবিডি ফাউন্ডার এবং চেয়ারম্যান শুভ্র সেন, সেই সাথে বাইকবিডি কর্মকর্তারা।

সম্প্রতি বাংলাদেশে ইলেক্ট্রিক ভেহিকল এর জনপ্রিয়তা বেড়ে চলছে। আমরা আশা করছি টেইলজি বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ডে পরিণত হবে।
