বগুড়ায় সিএফমোটো আয়োজন করতে যাচ্ছে থ্রিল রাইড

This page was last updated on 10-Sep-2025 12:52pm , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি মোটরসাইকেল ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এই সকলের ব্র্যান্ডের ভেতর চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড CFMOTO Bangladesh অন্যতম। সিএফমোট চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড হলেও তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ড এর মোটরসাইকেল তৈরি ও বিক্রয় করে থাকে।

সিএফমোটো থ্রিল রাইড - বগুড়া

সিএফমোটো থ্রিল রাইড - বগুড়া

বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হবার পর থেকে সিএফমোটো বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাদের সকল মোটরসাইকেল মডেল গুলো বাইকারদের ভেতর বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

CFMOTO Bangladesh তাদের মোটরসাইকেল নিয়ে বগুড়াতে আয়োজন করতে যাচ্ছে থ্রিলি রাইড ইভেন্ট। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সরকারী আজিজুল হক কলেজ মাঠে আয়োজিত হতে যাচ্ছে এই ইভেন্ট। 

যেখানে থাকবে স্টেট রাইড, স্টান্ট এবং থ্রিল। এই ইভেন্টে অংশ গ্রহণ করতে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যেমন নাম, ফোন নাম্বার, এনআইডি, লোকশন সহ পছন্দের সিএফমোটো মোটরসাইকেল সিলেক্ট করতে হবে। 

রেজিস্ট্রেশন লিংকঃ https://cfmotobd.online/

এরপর আপনাকে একটি অনলাইন টিকেট দেয়া হবে যেটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। ইভেন্টের দিন এই টিকেট দেখিয়ে আপনি ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবেন। এছাড়া অন স্পট রেজিস্ট্রেশন এর সুযোগ থাকছে। 

আর বিস্তারিত জানার জন্য সিএফমোটো এর ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। অথবা সিএফমোটো এর যেকোন শোরুমে যোগাযোগ করুন। 

বাইক সম্পর্কিত সকল খবর ও তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।