প্রি-বুকিং ছাড়া এখন কেনা যাবে রয়েল এনফিল্ড এর বাইক
This page was last updated on 07-Aug-2025 03:57pm , By Arif Raihan Opu
গত বছর বাংলাদেশের বহুল প্রতীক্ষিত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড লঞ্চ করা হয়। ইফাদ মোটরস লিমিটেড এর হাত ধরে বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ড প্রবেশ করে। বাংলাদেশের বাইকাররা অনেক দিন থেকেই রয়েল এনফিল্ডের অপেক্ষায় ছিল।
প্রি-বুকিং ছাড়াই ক্রয় করা যাবে রয়েল এনফিল্ড


তবে বাংলাদেশে লঞ্চ হবার পর পর রয়েল এনফিল্ডের জন্য অনেকেই প্রি-বুকিং দিয়ে অনেক দিন অপেক্ষা করেছেন বাইকটি ডেলিভারি পেতে। এর কারণ হচ্ছে অনেক বেশি রেসপন্স আসার কারনে রয়েল এনফিল্ড সব গুলো বাইক ডেলিভারি দিতে একটু সময় নেয়।
যদিও রয়েল এনফিল্ড প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছিল, তাই বাইক ডেলিভারি দিতে একটু দেরি হয়ে যায়। তবে ধীরে ধীরে তারা সব গুলো প্রি-বুকিং ডেলিভারি দ্রুততার সাথে দিয়ে দেয়। বর্তমানে তাদের প্রি-বুকিং ডেলিভারি দেয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।

আমরা জানতে পেরেছি যে বর্তমানে রয়েল এনফিল্ডের শোরুম থেকে যে কেউ মোটরসাইকেল ক্রয় করতে পারবেন কোন প্রকার প্রি-বুকিং ছাড়া। এতে করে ডেলিভারি নেয়ার আর অপেক্ষায় থাকতে হবে না।
বর্তমানে ক্ল্যাসিক ৩৫০, হান্টার ৩৫০, বুলেট ৩৫০, মিটিওর ৩৫০ থেকে শুরু করে বেশি ভাগ মডেলই পাওয়া যাচ্ছে। তাই আপনার পছন্দে মডেলটি ক্রয়ে আপনাকে আর বেশি অপেক্ষা করতে হবে না।


তাই আপনার পছন্দের মোটরসাইকেলটি ক্রয় করার জন্য সরাসরি রয়েল এনফিল্ডের শোরুম যোগাযোগ করুন। আর দ্রুত আপনার পছন্দের রয়েল এনফিল্ড ক্রয় করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং টিপসের জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
 
    
 
           
                     
 
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                