বাংলাদেশে নতুন কালার গ্রাফিক্স নিয়ে লঞ্চ হল Yamaha Fazer Fi Version 2.0
This page was last updated on 30-Jun-2025 02:18pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের জনপ্রিয় সব মোটরসাইকেল মডেলের ভেতর অন্যতম একটি মডেল হচ্ছে Yamaha Fazer Fi Version 2.0। সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের এই মডেলটি নতুন ভাবে নতুন আকারে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে।
নতুন ভাবে লঞ্চ হল Yamaha Fazer Fi Version 2.0

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা বাইকার এবং কাস্টোমারদের কথা মাথায় রেখে নতুন ভাবে Yamaha Fazer Fi Version 2.0 বাংলাদেশে নিয়ে এসেছে। এই মডেলটি কমিউটার স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি মডেল।
বাইকটি নতুন কালার এবং গ্রাফিক্স সহ লঞ্চ করা হয়েছে। বাইকটি তিনটি নতুন কালারে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। কালার গুলো হচ্ছে মিডনাইট ব্ল্যাক, বার্নিং রেড এবং নিউ ডার্ক ম্যাট ব্লু।

Also Read: Motorcycle Price In Bangladesh
তবে নতুন এই বাইকটির সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে এই বাইকটির দাম। বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে ২,৮০,০০০ টাকা। কিন্তু লঞ্চিং উপলক্ষ্যে দিচ্ছে দেয়া হচ্ছে ১২,০০০ হাজার টাকার ক্যাশব্যাক অফার। আর ক্যাশব্যাক এর পর বাইকটির দাম হচ্ছে ২,৬৮,০০০ টাকা।

আশা করা যাচ্ছে বাইকটি দ্রুত বাংলাদেশের সকল ইয়ামাহা শোরুমে পাওয়া যাবে। বাইকটি দেখতে এবং ক্রয়ের জন্য আপনার কাছাকাছি ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল তথ্য ও খবরের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
