বাইকারদের জন্য ঢাকা শহরের ঝুকিপূর্ণ সড়কগুলো - সচেতন হউন
This page was last updated on 30-Jul-2024 12:14am , By Raihan Opu Bangla
বাইকারদের জন্য ঢাকা শহরের ঝুকিপূর্ণ সড়কগুলোর মধ্যে আমরা সেই রাস্তাগুলোর নাম উল্লেখ করেছি যেই রাস্তাগুলোতে বাইক এক্সিডেন্ট সবচেয়ে বেশি হয়। জায়গাগুলো বেশ প্রশস্ত হওয়ায় কারণে প্রায় প্রায় এই জায়গাগুলতে বাইক এক্সিডেন্ট প্রচুর হয়। আজ আমরা আলোচনা করবো কি কারণে এই এক্সিডেন্টগুলো হয় এবং কিভাবে এর থেকে নিজেকে সেভ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে।
বাইকারদের জন্য ঢাকা শহরের ঝুকিপূর্ণ সড়কগুলো
১- মেয়র হানিফ ফ্লাইওভার ২- এয়ারপোর্ট রোড ৩- মগবাজার ফ্লাইওভার ৪- রামপুরা বাড্ডা রোড ৫- হাতিরঝিল ৬- বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা
মেয়র হানিফ ফ্লাইওভার
মেয়র হানিফ ফ্লাইওভার ঢাকা শহরের এক্সিডেন্ট প্রবণ সড়কগুলোর মধ্যে একটি। প্রতিনিয়ত এখানে প্রচুর বাইক এক্সিডেন্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় বাইক এক্সিডেন্ট এর মূল কারণ থাকে অতিরিক্ত গতি এবং ফ্লাইওভারের মাঝের জয়েন্টগুলো। অতিরিক্ত গতি থাকার ফলে অনেকেই এক্সপেনসন জয়েন্টগুলো খেয়াল করেন না, যার ফলে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এবং বড় বড় দূর্ঘটনা ঘটে। হানিফ ফ্লাইওভার যতো ফাকা থাকুক না কেন কখনো অতিরিক্ত গতিতে বাইক চালাবেন না এবং অবশ্যই জয়েন্টগুলো খেয়াল রাখুন।
এয়ারপোর্ট রোড
এয়ারপো0র্ট রোড বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয় , রাস্তাটি বেশ প্রশস্ত হওয়ার জন্য এখানে প্রতিটি যানবাহনের গতি থাকে অনেক বেশি। এই রোডে সবচেয়ে বেশি বাইক এক্সিডেন্ট হয় সামনের গাড়ির হুট হাট লেন পরিবর্তনের কারনে। আপনি যখন এই রোডে বাইক চালাবেন সব সময় লুকিং গ্লাসে খেয়াল রাখবে। তাছাড়া এই সড়কে নতুন ইউলুপ যুক্ত হয়েছে, তাই যারা অনেকদিন পরে এই রোডে যাবেন তারা বিশেষভাবে সাবধান থাকুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার
এই ফ্লাইওভারে প্রচুর বাইক এক্সিডেন্ট হয়, আপনি যখন ফ্লাইওভারে বাইক চালাবেন অবশ্যই আপনার বাইকের গতি নিয়ন্ত্রণে রাখুন। ফ্লাইওভার ফাকা থাকলেই অতিরিক্ত গতিতে বাইক রাইড করবেন না। আপনি যখন এই জায়গা দিয়ে রাতে বাইক চালাবেন তখন সামনের দিকে ভালোভাবে খেয়াল রাখুন। রাতের বেলা ফ্লাইওভারে বাইকারদের বেশ কিছু সমস্যা ফেস করতে হয়। সব সময় সাবধানে বাইক রাইড করুন।
রামপুরা বাড্ডা রোড
এই রাস্তায় গনপরিবহনের চাপ অনেক বেশি থাকে, সিগনাল না দিয়ে হুট করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানোর জন্য প্রায় এই রাস্তায় বাইক এক্সিডেন্ট হয়। আপনি যখন এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাচল করবেন তখন গনপরিবহন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
হাতিরঝিল
ঢাকা শহরে বাইক এক্সিডেন্টের অন্যতম আরেকটা কেন্দ্রবিন্দু হলো হাতিরঝিল, এখানে আপনার কোন দোষ না থাকলে অন্যের ভুলে আপনি বাইক এক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। হাতিরঝিলে কখনো অতিরিক্ত গতিতে বাইক চালাবেন না। যেহেতু এখানে অনেক মানুষ বেড়াতে যায় তাই এই দিকটি সব সময় খেয়াল রাখুন।
বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাগুলো
ঢাকা শহরের বাসস্টান্ড সংলগ্ন এলাকাগুলোতে অনেক বাইক এক্সিডেন্ট হয়। এই জায়গায়গুলতে মানুষের সংখ্যা থাকে অনেক বেশি, এমন অনেক মানুষ আছে যারা ডানে বামে না তাকিয়েই রাস্তা পার হয়ে যায়। এদের বাঁচাতে গিয়ে অনেকেই বড় ধরনের দূর্ঘটনায় পরে যান। পরিশেষে বলতে চাই আপনি যখন এই সব সড়কগুলো দিয়ে চলাচল করবেন তখন আপনার বাইকের গতি কম রাখুন এবং কিছুক্ষণ পর পর বাইকের লুকিং গ্লাসে চোখ রাখুন। নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।