ট্র্যাকার্স বিডি – ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম!

This page was last updated on 30-Jul-2024 02:39am , By Raihan Opu Bangla

ট্র্যাকার্স বিডি এর ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম (ভিটিএস) আপনাকে স্যাটেলাইট জিপিএস এবং জিএসম কমিউনিকেশন এর মাধ্যেম আপনার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

TrackersBD

আপনি যদি ট্র্যাকার্স বিডি এর ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম ব্যবহার করে থাকেন তবে আপনি আপনার যানবাহনের লাইভ লোকেশন মানে অবস্থান, স্পিড, ইঞ্জিনের অবস্থাসহ, যানবাহন কোন দিকে যাচ্ছে বা যেতে পারে তা জানতে পারবেন।

ট্র্যাকার্স বিডি – ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম!

এই সব কিছুই আপনি আপনার মোবাইলে এপের মাধ্যমে অথবা ওয়েব প্ল্যাটফর্ম থেকে জানতে পারবেন।

ট্র্যাকার্সবিডি এর ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম শুধু মাত্র ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এমন নয়। এর মাধ্যমে আপনি আপনার কর্পোরেট অফিস বা আপনার অফিসের যানবাহনের জন্য ব্যবহার করতে পারবেন।

এই জিপিএস সিস্টেমের মাধ্যমে আপনি আপনার যানবাহনের রিয়েল টাইম ডেটা মানে হচ্ছে এই মুহূর্তে আপনার যানবাহনের অবস্থান কি, কোথায় আছে, কোন অবস্থায় আছে, সকল তথ্য আপনি জানতে পারবেন।

trackers bd a vehicle tracking system in bangladesh

ট্র্যাকার্স বিডি মোটামুটি সব ধরনের বাহনের জন্য জিপিএস ট্রেকিং সিস্টেম ডিভাইস তৈরি করেছে। এছাড়া তারা বাংলাদেশে সরকার দ্বারা অনুমোদিত একটি জিপিএস ট্রেকিং সিস্টেম।

ট্র্যাকার্সবিডি মোটরসাইকেল ছাড়াও অন্যান্য যানবাহনের জন্য ডিভাইস তৈরি করে থাকে। এই সকল যানবাহনের মধ্যে রয়েছে বাস, ট্রাক, সিএনজি, ট্যাক্সি, জাহাজ ও ভারী যানবাহন।

Also Read: বাংলাদেশের সকল ট্র্যাকার্স বিডি 

ভারী যানবাহন বলতে যেসকল যানবাহন আমরা কনস্ট্রাশন এর কাজ বিশেষ ভাবে ব্যবহার করে থাকি সেগুলোকে বোঝান হয়েছে।

বাংলাদেশে অনেক ধরনের জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে। তবে সবার চেয়ে এগিয়ে আছে ট্র্যাকার্সবিডি, এমনকি জনপ্রিয়তার দিক থেকেও ট্র্যাকার্সবিডি অন্যতম।

ট্রেকিং এর জন্য তাদের অনেক গুলো ভিন্ন ভিন্ন ডিভাইস রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, GT06N, WeTrack2, GV20, GT08, ET25, JM VL-01 (Hotspot), FMB920, এবং ET25 এই ডিভাইস গুলো।

trackers bd gps system

বাংলাদেশে অনেক ধরনের জিপিএস ট্রেকিং সিস্টেম বা ডিভাইস রয়েছে। অনেক কোম্পানিও রয়েছে। তবে সবাই সরকারবী ভাবে অনুমোদিত নয়। এছাড়া বিশ্বস্ততা ও মানের দিক থেকে বেশি ভাল নয়। কিন্তু ট্র্যাকার্সবিডি সবার থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে সমর্থ হয়েছে।

ট্র্যাকার্স বিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্লগ বাইকবিডি এর অফিশিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।  আমরা দ্রুত মোটরসাইকেলের নিরাপত্তা নিয়ে যাদের যারা ভাবেন তাদের জন্য ট্র্যাকার্সবিডি এর একটি রিভিউ নিয়ে হাজির হবো। ধন্যবাদ।