অক্টোবরে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৫ম মোটর শো ২০২২

This page was last updated on 31-Jul-2024 10:32am , By Raihan Opu Bangla

কিছু দিন আগেই শেষ হয়েছে বগুড়া বাইক এবং মোটর শো ২০২২। ঢাকা বাইক শো এরপর এই ইভেন্টটি অনেক বেশি জাকজমক ভাবে আয়োজিত হয়েছে। তবে এটি ঢাকার বাইরে এবং সেই সাথে দেশের অন্য প্রান্তে অনুষ্ঠিত হওয়াতে অনেকেই এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারেননি। 

5th-motor-fest-2022-chittagong


অক্টোবরে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৫ম মোটর শো ২০২২

তাই বাইকারদের জন্য একটি দারূণ খবর হচ্ছে আগামী মাসে মানে অক্টোবরে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে মোটর শো। হ্যা, অক্টোবর মাসে চট্টগ্রামে আয়োজিত হবে মোটর শো ২০২২।

অক্টোবর মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৫ম মোটর শো ২০২২। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে।

৫ম মোটর শো ২০২২ চট্টগ্রাম এই ইভেন্টের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাইকবিডি। এছাড়া এই ইভেন্টের পুরোটাই বাইকবিডি টিম কভার করবে, তাদের ওয়েব সাইট, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য স্যোশাল মিডিয়াতে। 

এই ইভেন্টে বাইকারদের জন্য টিম বাইকবিডি নিয়ে আসতে যাচ্ছে অনেক সারপ্রাইজ। যার মধ্যে রয়েছে র‍্যাফেল ড্র, কুইজ, এবং অন্যান্য এক্টিভিটিস। আর বাইকারদের জন্য রয়েছে অনেক গিফটস ও পুরস্কার। 

আমরা আশা করব এই ধরনের ইভেন্ট অন্যান্য বড় শহর গুলোতেও আয়োজন করা হবে। তো বাইকার্স আপনারা রেডি তো, দেখা হচ্ছে আপনাদের সাথে ৫ম বাইক শো ২০২২ চট্টগ্রামে। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes