ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল অফার
This page was last updated on 06-Jan-2025 05:06pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল অফার
বাংলাদেশে যত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সব সময় ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, গিফটসহ নানা ধরনের অফার নিয়ে আসে। সম্প্রতি তারা কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার, “ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল”।
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি এসিআই মোটরস ইয়ামাহা এর সাথে তাদের ৭ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
এই এক্সচেঞ্জ অফারের সাথে থাকছে স্পেশাল ডিস্কাউন্ট অফার। এছাড়া ইয়ামাহার মাসব্যাপি যে ক্যাশব্যাক অফার চলছে সেই অফারটিও এই অফারের সাথে যুক্ত হবে।
আপনার পুরাতন মোটরসাইকেলটি বদলে নতুন ইয়ামাহা মোটরসাইকেল নিতে চলে আসুন Yamaha Exchange Festival-এ। ঢাকাসহ সারা দেশব্যাপী ইয়ামাহার ২৮ টি ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ অফারে থাকবে চলতি ক্যাশব্যাক অফারের সাথে এক্সচেঞ্জ স্পেশাল ক্যাশব্যাক।
এই এক্সচেঞ্জ অফারটি চলবে ১৭ নভেম্বর ২০২৩ থেকে ২১ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। আপনার নিকটবর্তী ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ এর জন্য ইয়ামাহা অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে দেয়া ফর্ম ফিল আপ করে সাবমিট করুন।
আর নির্দিষ্ট সময়ের ভেতর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে গিয়ে আপনার পছন্দের বাইকটির সাথে এক্সচেঞ্জ করে নিয়ে নিন নতুন ইয়ামাহা মোটরসাইকেল। ধন্যবাদ।