চট্টগ্রামে CFMOTO এর নতুন শোরুম - পোর্ট সিটি অটোজ
This page was last updated on 29-Jul-2025 10:50am , By Raihan Opu Bangla
ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইকগুলোর জন্য বিশ্বব্যাপী CFMOTO ব্র্যান্ডের পরিচিতি অন্যতম সেরাদের কাতারে বলা যায় বরাবরই। বাংলাদেশেও প্রায় ৬ মাসের মাথায় বেশ সাড়া ফেলেছে ব্র্যান্ড টি। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাইরে ধীরে ধীরে দেশের অন্যান্য জেলার বাইকারদের কাছে পৌছানোর জন্যেও কাজ করে যাচ্ছে CFMOTO Bangladesh.
চট্টগ্রামে সিএফমটো এর নতুন শোরুম - পোর্ট সিটি অটোজ

গত ৭ ই জুলাই ২০২৫ তারিখে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জাকজমকপূর্ণ আয়োজনে স্থানীয় বাইকারদের সাথে নিয়ে যাত্রা শুরু করলো CFMOTO এর আরো একটি অফিশিয়াল 3s শোরুম – পোর্ট সিটি অটোজ।
Also Read: Motorcycle Price In Bangladesh

চমৎকার পরিবেশের এই শোরুমটি তে সকল বাইকাররা 3S অর্থাৎ সেলস, স্পেয়ার, সার্ভিস ছাড়াও CFMOTO ব্র্যান্ডের বাইক ও অফিশিয়াল মার্চেনডাইজগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে CFMOTO বাংলাদেশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং সাধারণ বাইকারগণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

সাধারণ বাইকারগণ চট্টগ্রামের মত গুরুত্বপূর্ণ নগরীতে এরকম বাইকারবান্ধব একটি নতুন 3S শোরুম পেয়ে খুবই উচ্ছসিত এবং তারা পোর্ট সিটি অটোজ এর প্রতি শুভকামনা জানিয়েছেন।
Also Read: CFMOTO Showroom In Bangladesh
CFMOTO চট্টগ্রাম 3S সেন্টারের ঠিকানা- পোর্ট সিটি অটোজ- ১৭৬৯, চম্পা টাওয়ার, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। ফোন- ০১৯৭৩৭৫২৯২১।
বাইক ও বাইকিং রিলেটেড সকল প্রকার আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
