ঘন কুয়াশায় নিরাপদে বাইক চালানোর ৫ টি টেকনিক
This page was last updated on 31-Jul-2024 10:52am , By Ashik Mahmud Bangla
চারদিকে চলছে শীতের মৌসুম , আর প্রতিবারের তুলনায় এই বছরে ঘন কুয়াশাও অনেক বেশি। ঘন কুয়াশায় সচেতন না থাকলে দূর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আজ আমি আপনাদের সাথে ঘন কুয়াশায় নিরাপদে বাইক চালানোর ৫ টি টেকনিক শেয়ার করবো, আপনি যদি এগুলো মেনে বাইক চালান সেক্ষেত্রে আপনি নিরাপদ থাকতে পারবেন।
ঘন কুয়াশায় নিরাপদে বাইক চালানোর ৫ টি টেকনিক
১- হেডলাইট অন রাখুন
আপনি যখন ঘন কুয়াশায় বাইক রাইড করবেন তখন বাইকের হেডলাইট অন রাখুন। দিনের বেলা এই ভেবে অনেকেই হেড লাইট অফ করে রাখে,কিন্তু এই কাজটি করবেন না। কুয়াশার মধ্যে বাইক চালানোর সময় আপনাকে যত দূর থেকে দেখা যাবে সেটা আপনার জন্য নিরাপদ, তাই এই কাজটি করুন।
২- রাস্তার সাদা দাগ অনুসরণ করুন
এবারের শীতে এমন কুয়াশা পরছে এক হাত সামনে কি আছে সেটা বোঝাটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তাই আপনি যদি এমন পরিস্থিতিতে পরেন সেক্ষেত্রে রাস্তায় থাকা সাদা দাগগুলো অনুসরণ করে বাইক চালান। আর কখনোই কুয়াশার মধ্যে ওভারটেক করার জন্য লেনের বাইরে যাবেন না। আপনার লেনের মধ্যে থেকে বাইক রাইড করার চেষ্টা করুন।
৩- নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন
ঘন কুয়াশায় আপনি আপনার চেনা কোন রাস্তায় বাইক চালাচ্ছেন , এই সময় অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে থাকেন। কিছু মানুষ মনে করে এটা তো আমার পরিচিত রাস্তা , সব আমার জানা তাহলে এখানে কি আর হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন রাস্তা আপনার চেনা কিন্তু কুয়াশার মধ্যে থাকা সব ড্রাইভারের গতিবিধি আপনার জানা নেই। তাই অতিরিক্ত কনফিডেন্স নিয়ে ভুল করবেন না। কুয়াশার মধ্যে বাইক চালানোর সময় বাইকের গতি সেটাই রাখুন যেটা আপনি যে কোন সময় নিয়ন্ত্রণ করতে পারবেন।
৪- ইঞ্জিন ব্রেক করা শিখুন
ঘন কুয়াশায় রাস্তা ভেজা থাকে আর ভেজা রাস্তায় বাইক একটু ভুল করলে বাইক স্লিপ করতে পারে। আর ব্রেক করার সময় এমন সমস্যা থেকে বাঁচতে ইঞ্জিন ব্রেক সবচেয়ে নিরাপদ একটা সমাধান। ইঞ্জিন ব্রেক কি কিভাবে করে সেগুলো জেনে নিন।
৫- নিরাপদ দূরত্বে থেকে বড় যানবাহনকে অনুসরণ করুন
হাইওয়ে রাইডের সময় এই টেকনিক সবচেয়ে বেশি কাজে আসে , কিন্তু অনেকেই একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে নিরাপদ দূরত্বে থাকা। আপনি যখন কোন হাইওয়েতে বড় কোন যানবাহনকে অনুসরণ করে বাইক চালাবেন তখন আপনার রাইডিং অনেকটায় সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিরাপদ দূরত্বে থাকতে না পারেন সেটা আপনার জন্য বিপদের কারনও হতে পারে। বড় যানের নিয়ন্ত্রণ ক্ষমতা আর আমাদের দুই চাকার নিয়ন্ত্রণ ক্ষমতা এক না , তাই আপনি নিরাপদ ব্রেক করতে পারেন এই দূরত্বটা অন্তত রাখুন।
নিজে নিরাপদ থাকুন এবং নতুন রাইডারদের নিরাপদ রাখতে বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো জানার সুযোগ পায়। আপনার আগামীর দিন সুন্দর হউক এই কারনাই করি।