সুজুকি গেট দ্য বেস্ট উইন্টার ফেস্ট ক্যাশব্যাক অফার - অক্টোবর ২০২৫

This page was last updated on 26-Oct-2025 01:45pm , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে যত গুলো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ড গুলো বেশি জনপ্রিয়। মুলত জাপানিজ ব্র্যান্ড গুলো তাদের সার্ভিস, প্রোডাক্ট কোয়ালিটি, এবং কাস্টমারের চাহিদা বুঝে মার্কেটে মোটরসাইকেল লঞ্চ করে থাকে। 

সুজুকি গেট দ্য বেস্ট উইন্টার অফার অক্টোবর ২০২৫ 

এছাড়া সিসি লিমিটেশন বাড়ানোর পর থেকে প্রতিটি ব্র্যান্ড তাদের উচ্চ সিসির প্রিমিয়াম মোটরসাইকেল গুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করে চলেছে। এর সাথে সাথে কোম্পানি গুলো কাস্টমারদের জন্য নানা ধরনের অফার নিয়ে হাজির হচ্ছে। 

বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সুজুকি বাংলাদেশে শীর্ষস্থানীয় ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে সুজুকি এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যানকন মোটরবাইকস লিমিটেড প্রায়ই বাইকারদের জন্য প্রায়ই আকর্ষণীয় অফার এর ঘোষণা দিয়ে থাকেন।

আসছে শীতকাল উপলক্ষে সুজুকি বাংলাদেশ Get The Best Winter Fest ক্যাম্পেইনে তাদের জনপ্রিয় বাইক গুলোতে দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। গেট দ্য বেস্ট উইন্টার ফেস্ট অফার অক্টোবর ২০২৫ ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক‌!

  • Gixxer Monotone মডেলের অফার মূল্য: ২০১,৯৫০ টাকা মাত্র | MRP: ২০৫,৯৫০ টাকা মাত্র। 
  • Gixxer Carb Disk মডেলের অফার মূল্য: ২৩৩,৫০০ টাকা মাত্র ৳ | MRP: ২৯৭,৯৫০ টাকা মাত্র।  
  • Hayate EP 110 মডেলের অফার মূল্য: ১১৪,০০০ টাকা মাত্র | MRP: ১১৮,০০০ টাকা মাত্র।

এই অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য হবে। তাই এই আকর্ষণীয় অফারে এবারের শীতকালীন রাইডকে স্পেশাল করে তুলুন সুজুকির সাথে। বিস্তারিত জানতে সুজুকি এর নিকটস্থ অফিশিয়াল শোরুম অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করুন - https://suzuki.com.bd/

তবে এই অফারে সুজুকি তাদের উচ্চসিসির মোটরসাইকেলে কোন ধরনের অফার বা ছাড় দিচ্ছে না। আমরা আশা করছি সুজুকি কাস্টমারদের কথা চিন্তা করে এই মডেল গুলোতেও দ্রুত আকর্ষণীয় অফার প্রদান করবে। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।