ইয়ামাহা মোটরসাইকেল শারদীয় ক্যাশব্যাক অফার ২০২৫

This page was last updated on 20-Sep-2025 02:17pm , By Arif Raihan Opu

বাংলাদেশ হচ্ছে উৎসবের দেশ, এখানে ১২ মাসের তের পার্বণ। আর প্রতিটি উৎসব পালিত হয় অনেক জমজমাট ভাবে। ধর্মীয় উৎসব গুলো প্রতিটি ধর্মের মানুষের জন্যই আলাদা গুরুত্ববহন করে থাকে। আর বাইকারদের উৎসবে প্রতিটি কোম্পানি বাইকারদের জন্য কিছু না কিছু করে থাকে। 

ইয়ামাহা শারদীয় ক্যাশব্যাক অফার ২০২৫

ইয়ামাহা শারদীয় ক্যাশব্যাক অফার ২০২৫

বাইকারদের উৎসব আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে শারদীয় ক্যাশব্যাক অফার ২০২৫। ইয়ামাহা তাদের কিছু নির্দিষ্ট মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা তাদের মোটরসাইকেল গুলোতে ক্রয়ে উপর দিচ্ছে নির্দিষ্ট পরিমাণের ক্যাশব্যাক। 

এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে শুধু মাত্র ক্যাশব্যাক নয়। এর সাথে সাথে ক্রেতারা উপহার এবং কক্সবাজার ট্রিপ জিতে নিতে পারবেন। 

Also Read: Motorcycle Price In Bangladesh

এছাড়া এই ক্যাশব্যাক অফারে দেয়া হচ্ছে সর্বোচ্চ ২৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটা দেয়া হচ্ছে ইয়ামাহা এর উচ্চ সিসির মোটরসাইকেল Yamaha FZ 25 এ। এছাড়া ১০ জন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন ২৫,০০০ টাকা সমমুল্যের কক্সবাজার ভ্রমণ সুযোগ। 

শারদীয় ক্যাশব্যাক অফার ২০২৫

নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলের সাথে রয়েছে ইয়ামাহা এক্সক্লুসিভ টি-শার্ট। এছাড়া আরও থাকছে না না ধরনের গিফটস। তাই এই অফার এবং বিস্তারিত জানতে সরাসরি ইয়ামাহা মোটরসাইকেল অথোরাইজড শোরুম এ যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।