ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করল নতুন Yamaha FZ25

This page was last updated on 13-Apr-2025 01:46pm , By Raihan Opu Bangla

yamaha fz25 launched in bangladesh 2025

অপেক্ষার অবসান শেষ! ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ উচ্চ সিসির সেগমেন্টে প্রবেশ করেছে। অবশেষে ইয়ামাহা তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। ইয়ামাহা এর ২৫০সিসি সেগমেন্টে লঞ্চ করেছে তাদের নতুন Yamaha FZ25।

বাংলাদেশ লঞ্চ হল Yamaha FZ25 

yamaha-bike-price-bangladesh-yamaha-fz25

বাংলাদেশে এসিআই মোটরসাইকেল লিমিটেড ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি তারা বাংলাদেশের উচ্চ সিসির সেগমেন্টে লঞ্চ করেছে তাদের নতুন মডেলের মোটরসাইকেল Yamaha FZ25।

Also Read: Bike Price In Bangladesh

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) এর হল ৪ জাকজমক পূর্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে নতুন এই বাইকটি লঞ্চ করা হয়েছে। টিম বাইকবিডি সহ বাংলাদেশের বাইকিং কমিউনিটি সহ সাধারণ বাইকার্সরা এখানে উপস্থিত ছিল। 

নতুন এই Yamaha FZ25 মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে, ২৪৯সিসি, ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, ওয়েল কুল্ড, ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২০.৬৯ বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ২০.১ নিউটন মিটার টর্ক @ ৬০০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম।

ইয়ামাহা এফজেড২৫ লঞ্চিং ইভেন্ট ২০২৫

Also Read: Yamaha FZ25 Price In Bangladesh

সামনের দিক থেকে রেয়ার পর্যন্ত বাইকটি গ্রাফিক্স থেকে শুরু করে ডিজাইন সব কিছুই দারূণ। এই বাইকটির স্লোগান হচ্ছে “পাওয়ার উইথ কম্ফোর্ট”। ইয়ামাহা বাইকটি বাংলাদেশ তিনটি কালারে লঞ্চ করেছে। 

এবার সবার আগ্রহের জায়গা বাইকটির দাম। বর্তমানে বাইকটির দাম রাখা হয়েছে ৪,৩৫,০০০/-  টাকা।

এসিআই মোটরস লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সুব্রত রঞ্জন দাস, মার্কেটিং ম্যানেজার, হুসাইন মোহাম্মদ অপশন সহ এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

yamaha-fz25-engine-price

আমন্ত্রিত অথিতি এবং বাইকারদের জন্য জনপ্রিয় পাকিস্তানি সংগীত শিলী আয়মা বেগ এর কনসার্ট আয়োজন করা হয়েছে। এছাড়া আরও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছিল।

বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগা করুন। ধন্যবাদ।

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes