ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে ইয়ামাহা রেভ ইন সেপ্টেম্বর ২০২৫

This page was last updated on 01-Sep-2025 11:54am , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড গুলো সব সময় তাদের কাস্টমারের ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। প্রিমিয়াম জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। তারা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে সেপ্টেম্বর মাস উপলক্ষ্যে “ইয়ামাহা রেভ ইন সেপ্টেম্বর ২০২৫” অফার। 

ইয়ামাহা রেভ ইন সেপ্টেম্বর ২০২৫

yamaha-rev-in-september-2025-offer

ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য সব সময় ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। এই অফার গুলোর ভেতর থাকে ক্যাশব্যাক, ছাড় সহ আকর্ষণীয় গিফটস অফার। বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস। 

সেপ্টেম্বর মাস উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে দারূণ একটি ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা কিছু নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলে দেয়া হচ্ছে ছাড়। এই ক্যাশব্যাক অফারে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। 

এছাড়া কাস্টমারদের জন্য থাকছে আকর্ষণীয় গিফটস ও কক্স-বাজার ভ্রমণের সুযোগ। যদি কেউ Yamaha FZ-S FI ABS V4 বাইকটি ক্রয় করেন তবে তাদের মধ্য থেকে ১০জন বিজয়ী পাবেন ২৫,০০০ টাকা সমমুল্যের কক্স-বাজার ভ্রমণের সুযোগ। 

yamaha-rev-in-september-2025-offer-bangladesh-yamaha-bangladesh

সেই সাথে ইয়ামাহা দিচ্ছে নির্দিষ্ট মডেলের সাথে আকর্ষণীয় ইয়ামাহা এক্সক্লুসিভ টি-শার্ট। তাই আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করতে এবং এই ক্যাশব্যাক ও উপহার গ্রহণ করতে ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। 

বাইক সম্পর্কিত সকল তথ্য, খবর এবং টিপসের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।