ইয়ামাহা মোটরসাইকেল দিচ্ছে ০% রেটে কিস্তি সুবিধা

This page was last updated on 03-Nov-2022 05:29am , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে মোটসাইকেল অনেক প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। কারণ বর্তমানে গণপরিবহের অবস্থা অনেক বেশি শোচনীয় এবং সেই সাথে অনেক সময় নষ্ট হয়ে থাকে। তাই সবাই সময় ও খরচ বাচতে টু-হুইলার এর দিকে ঝুকে পরছে। 

মোটরসাইকেলের এই চাহিদা দেখে মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি গুলো অনেক অফার নিয়ে এসেছে। এতে করে যাতে কাস্টোমাররা তাদের বাজেটের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে পারেন। 

অপর দিকে যারা বাজেটের জন্য মোটরসাইকেল ক্রয় করতে পারছেন না, তাদের জন্য কোম্পানি গুলো কিস্তি সুবিধা নিয়ে হাজির হয়েছে। অনেক কোম্পানি ব্যাঙ্কের সাথে একত্রে কিস্তি সুবিধা দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে যারা মোটরসাইকেল ক্রয় করতে চান তারা এই কিস্তি সুবিধার মাধ্যমে মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। এখন কাস্টোমাররা ইয়ামাহা এর মোটরসাইকেল ক্রেডিক কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারবেন। 

ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধার মাধ্যমে ইয়ামাহা মোটরসাইকেল কেনা যাবে। ইয়ামাহা লাভারসরা সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, স্যোসিয়াল ইসলামি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড এবং লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধায় কিনতে পারবেন ইয়ামাহা মোটরসাইকেল।

আপনাকে মিনিমাম ৫০% ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, স্যোসিয়াল ইসলামি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড এবং লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬, ৯, ১২, ১৮,২৪ এবং ৩৬ মাসের কিস্তিতে নিতে পারবেন। যেখানে ৬ মাসের কিস্তিতে জিরো ইন্টারেস্ট এবং ৯, ১২, ১৮,২৪ ও ৩৬ কিস্তিতে এ সি আই মোটরস লিমিটেড ৬ মাসের ইন্টারেস্ট বহন করবে।

আপনি যদি আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে চান এবং এই কিস্তি সুবিধা সম্পর্কে জানতে চাই তবে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। ধন্যবাদ।

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes