ইয়ামাহা মোটরসাইকেল বাংলা নববর্ষ ১৪৩১ ঝড়ো ক্যাশব্যাক অফার

This page was last updated on 19-Aug-2025 11:09am , By Arif Raihan Opu

বাংলা ও বাঙালির ঐতিহ্য হচ্ছে পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ, নববর্ষের সাথে নতুন বছর উদযাপন করতে মোটরসাইকেল প্রেমীদের জন্য ইয়ামাহা নিয়ে এসেছে নববর্ষ অফার। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে নববর্ষ ঝড়ো ক্যাশব্যাক অফার (১৪৩১) ২০২৪।

ইয়ামাহা বাংলা নববর্ষ ১৪৩১ ঝড়ো ক্যাশব্যাক অফার

ইয়ামাহা মোটরসাইকেল বাংলা নববর্ষ ১৪৩১ ঝড়ো ক্যাশব্যাক অফার

Also Read: Yamaha Delight Price In BD

এই নববর্ষের ঝড়ো ক্যাশব্যাক অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরদসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। এই অফারে সর্বোচ্চ ১৫,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ইয়ামাহা তাদের জনপ্রিয় মডেল FZS সিরিজে দিচ্ছে ক্যাশব্যাক অফার। 

  • FZ-S FI V2 DD - এ থাকছে ৮,২০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (BS4) - এ থাকছে ৮,২০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (Vintage) (BS4) - এ থাকছে ১৫,৭০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS (BS6) - এ থাকছে ৮,২০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS Deluxe (BS6) - এ থাকছে ৮,২০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-X- এ থাকছে ৬,৭০০ টাকা ক্যাশব্যাক!

বাংলা নববর্ষের এই অফারটি ইয়ামাহা প্রেমীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যেখানে ইয়ামাহা প্রেমীরা তাদের পছন্দের ইয়ামাহা FZS মডেলের বাইকটি ক্রয় করতে পারবেন। এছাড়া থাকছে আকর্ষণীয় উপহার।

বাংলা নববর্ষ ১৪৩১ ঝড়ো ক্যাশব্যাক অফার

তাই আপনি যদি ইয়ামাহা এর মোটরসাইকেল ক্রয় করতে আগ্রহী হন তবে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। আর উপভোগ করুন ক্যাশব্যাক অফার। 

মোটরসাইকেলের সর্বশেষ দাম, মোটরসাইকেলের ইন্ডাস্ট্রির সাম্প্রতিক খবর, সহ সকল খবর ও তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।