ইয়ামাহা আয়োজন করতে যাচ্ছে Yamaha FZ 25 সার্ভিস ফেস্ট অক্টোবর ২০২৫

This page was last updated on 14-Oct-2025 04:10pm , By Arif Raihan Opu

বাংলাদেশে প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। বর্তমানে উচ্চ সিসির যত গুলো মোটরসাইকেল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হচ্ছে Yamaha FZ 25। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের উচ্চ সিসির মোটরসাইকেল এ নিয়ে এসেছে দারূণ এক অফার। 

Yamaha FZ 25 সার্ভিস ফেস্ট অক্টোবর ২০২৫

Yamaha FZ 25 সার্ভিস ফেস্ট অক্টোবর ২০২৫

এসিআই মোটরসাইকেল লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই বছর জাকজমক পূর্ন ভাবে বাংলাদেশে তাদের উচ্চ সিসির Yamaha FZ 25 বাইকটি লঞ্চ করে।

বাইকটি লঞ্চ করার পর থেকেই বাইকারদের মধ্যে সাড়া ফেলে দেয়। সবার কাছে বাইকটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। বাইকারদের কাছে এই বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া বাইকটি ডিজাইন, স্টাইল, পারফর্মেন্স দিয়ে বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। 

তাই ইয়ামাহা এই বাইকটি যারা ব্যবহার করছেন তাদের জন্য একটি অফার নিয়ে হাজির হয়েছে। ইয়ামাহা আয়োজন করেছে “Yamaha FZ 25 সার্ভিস ফেস্ট অক্টোবর ২০২৫”। এই ফেস্টটি শুধু মাত্র FZ 25 ব্যবহারকারীদের জন্য আয়োজন করা হচ্ছে।

এই ফেস্টে এফজেড ২৫ ব্যবহারকারীরা তাদের মোটরসাইকেলটি অথোরাইজড ইয়ামাহা মোটরসাইকেলের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করতে পারবেন। এই ফেস্টটি শুরু হবে ১৪ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। 

এছাড়া এই ফেস্টে তিনটি সার্ভিস কাস্টমাররা পাবেন - 

  • যেকোন ধরনের সার্ভিস
  • বাইক ওয়াশ
  • YDT চেক আপ

তাছাড়া এই সার্ভিস ফেস্টে সকল ধরনের পার্টস এবং ইয়ামা লুব এর উপর থাকছে ১০ শতাংশ ডিস্কাউন্ট বা ছাড়। এছাড়া যারা এই ফেস্টে তাদের বাইকটি সার্ভিস করাবেন তাদের মধ্য থেকে কয়েক জনকে দেয়া হবে বিশেষ উপহার। 

বর্তমানে FZ 25 মোটরসাইকেলটির দাম হচ্ছে ৩,৯৯,০০০/- টাকা। বাইকটি সম্পর্কে জানতে ও এই ফেস্টে নিজের বাইকটি সার্ভিস করতে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।