বাংলাদেশে উদ্বোধন হল সবচেয়ে বড় ইয়ামাহা ফ্ল্যাগশীপ সেন্টার!

This page was last updated on 30-Jul-2024 10:21am , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশের অন্যতম বড় জাপানীজ মোটরসাইকেল কোম্পানি, এবং জনপ্রিয়তার দিক থেকে ইয়ামাহা অনেক বেশি এগিয়ে রয়েছে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশে গতকাল উদ্বোধন করেছে তাদের সবচেয়ে বড় ইয়ামাহা ফ্ল্যাগশীপ সেন্টার। 

বাংলাদেশে উদ্বোধন হল সবচেয়ে বড় ইয়ামাহা ফ্ল্যাগশীপ সেন্টার!


গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে ইয়ামাহা এর এই নতুন ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করা হয়। বাংলাদেশের নাম্বার ওয়ান অল-রাউন্ডার এবং ইয়ামাহার এর ব্র্যান্ড এম্ব্যাসেডর সাকিব আল হাসান এই শোরুমটি উদ্বোধন করেন। এছাড়া তার সাথে আরও ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস ও এসিআই এর উর্ধ্বতন কর্মকর্তারা।

Yamaha Bangladesh

নতুন এই ফ্ল্যাগশীপ শোরুমটির ঠিকানা হচ্ছে ৩৭, হক সেন্টার, শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণী, তেজগাও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (পুরাতন), ঢাকা-১২০৮।

নাম্বার ওয়ান অল রাউন্ডার এবং ইয়ামাহা এর ব্র্যান্ড এম্ব্যাসেডর সাকিব আল হাসান তার বক্তব্যে বলেন, “তিনি এই ফ্ল্যাগশীপ শোরুমে বাংলাদেশের জন্য একটি বেঞ্চমার্ক। আশা করা যাচ্ছে বাকি সবাই ফলো করবে। এছাড়া ইয়ামাহা মোটরসাইকেল এর সাথে ইয়ামাহার মিউজিক ইন্সট্রুমেন্ট সব একই সাথে পাওয়া যাবে”।

তিনি আরও বলেন যে, “যারা মিউজিক লাভার রয়েছেন তারা এখানে এসে তাদের পছন্দের ইন্সট্রুমেন্ট পাবেন এবং বাইকাররা অন্যরকম একটি অনুভূতি পাবেন। এর সাথে তিনি ইয়ামাহা ও এসিআই মোটরস এর সবাইকে ধন্যবাদ জানান”।


এরপর তিনি শোরুমটি ঘুরে দেখেন। এই সময় তার সাথে ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস ও এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ইয়ামাহা জাপান এর কর্মকর্তারা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন। তারা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানান।

এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস তার বক্তব্যে বলেন যে, “এই ফ্ল্যাগশীপ শোরুমে ইয়ামাহা মিউজিক ইন্সট্রুমেন্ট ও ইয়ামাহা মোটরসাইকেল দুটোই পাওয়া যাবে। এছাড়া ইয়ামাহার মটো হচ্ছে কান্দো, মানে হচ্ছে যে বিষয় বা জিনিস আপনাকে এক্সাইটেড করে থাকে। আর যা আপনাকে এক্সাইটেড করে না তা ইয়ামাহা নয়”।

তিনি আরও বলেন যে, “ইয়ামাহা খুব শীঘ্রই একটি মিউজিক স্টুডিও করতে যাচ্ছে। যেখানে তরুণ মিউজিশিয়ানরা মিউজিক করার সুযোগ পাবেন। এছাড়া এই ফ্ল্যাগশীপ শোরুমে বাইকের সার্ভিস খুব দ্রুত প্রদান করা হবে। ইয়ামাহা এর লক্ষ্য হচ্ছে ৩০মিনিটেস সার্ভিস প্রদান করা”।


এই ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ এর বেশি বাইকার। তারা এই পুরো ফ্ল্যাগশীপ ঘুরে দেখেন। সব বাইকাররা অনেক বেশি উচ্ছসিত কারণ বাংলাদেশে প্রথমবারের মত এই ধরনের কোন শোরুম উদ্বোধন করা হয়েছে। 

বাইকবিডি ডট কম এর ফাউন্ডার ও সিইও শুভ্র সেন সহ টিম বাইকবিডি এই জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আমরা আশা করছি ইয়ামাহা বাংলাদেশের প্রতিটি বিভাগে আরও অনেক গুলো ফ্ল্যাগশীপ শোরুম উদ্বোধন করবে। ধন্যবাদ।

 

 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

TAILG Jidi

TAILG Jidi

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

Hero Xtreme 250R

Hero Xtreme 250R

Price: 0.00

View all Upcoming Bikes