ইলেকট্রিক বাইক বাংলাদেশ - ইলেকট্রিক বাইক এর দাম - ২৪ টি

This page was last updated on 30-Jul-2024 08:42am , By Ashik Mahmud Bangla

বর্তমান যুগে ইলেকট্রিক বাইক এর দিকে অনেকেরই আগ্রহ বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিক বাইকের খরচ পেট্রোল বাইকের চাইতে কম। তাই সিটিতে ব্যবহারের জন্য অনেকেই এখন ইলেকট্রিক বাইক কিনছেন। আজ আমি আপনাদের সামনে ২৪ টি ইলেকট্রিক বাইক নিয়ে আলোচনা করবো।exploit-eagle

ইলেকট্রিক বাইক এর দাম

১- Exploit Eagle

Exploit Eagle এক চার্জে ৭২ কি.মি চলতে সক্ষম। এটির টপ স্পীড 72 Kmp, এবং স্পিডোমিটার ডিজিটাল।

green-tiger-gt-leo

২- Green Tiger GT-Leo

ইলেকট্রিক বাইকের মধ্যে গ্রিন টাইগার আমাদের দেশে জনপ্রিয়। Green Tiger GT-Leo তে ব্যবহার করা হয়েছে 3000w Bosch motor। Green Tiger GT-Leo ফুল চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। স্কুটারটির ওজন ১২০ কেজি, সামনে এবং পেছনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Also Read: Green tiger Rangpur in RangpurExploit-R15-E-Bike

৩- Exploit R15 E-Bike

Exploit R15 E-Bike বাইকটিকে প্রথম দেখায় মনে হয় এটি কোন স্পোর্টস বাইক, এতে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং মিটার ডিজিটাল। একোচাড়ড়জে আপনি ৬০ ঠেকে ৭০ কিলো যেতে পারবেন। তবে এটির টপ স্পীড কিছুটা কম, বাইকটি থেকে আপনি টপ স্পীড পাবেন ৪০-৪৫ কি.মি ।Green-Tiger-GT-Mint

৪- Green Tiger GT-Mint

Green Tiger GT-Mint এ ব্যবহার করা হয়েছে 3000w Bosch motor। এটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে এবং ওজন ১১৫ কেজি। ইলেকট্রিক স্কুটারটির টপ স্পীড ৬০ এবং এক চার্জে ৬৫ থেকে ৭০ কিলো যেতে পারবেন।

Exploit-M3

৫- Exploit M3

Exploit M3 তে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক এবং মিটার ডিজিটাল। এটি এক চার্জে আপনি ৭২ কি.মি যেতে পারবেন।

Akij-Durbar

৬- Akij Durbar

Akij Durbar এর ম্যাক্সিমাম পাওয়ার 2500W এবং এটি সম্পূর্ণ চার্জ হতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। বাইকটির ওজন ১১০ কেজি এবং সামনে পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Akij-Durdanto

৭- Akij Durdanto

Akij Durdanto এর ম্যাক্সিমাম পাওয়ার 2500W এবং এটি সম্পূর্ণ চার্জ হতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। এর ম্যাক্সিমাম ওজন ১০৫ কেজি এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

Akij-Sathi

৮- Akij Sathi

Akij Sathi মূলত একটি তিন চাকার ইলেকট্রিক স্কুটার। যা 25-35 Kmph গতিতে ৫০ থেকে ৬০ কিলো পথ অতিক্রম করতে পারে। তব এটি সিঙ্গেল সিটের স্কুটার।Akij-Samrat

৯- Akij Samrat

Akij Samrat বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 1500W এবং বাইকটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। বাইকটির সামনে এবং পিছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। কোম্পানির মতে বাইকটি এক চার্জে ৫৫ থেকে ৬৫ কিমি যেতে পারে।

Runner-eWave-Voltage

১০- Runner eWave Voltage

Runner eWave Voltage সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেঁচে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। স্কুটারের সামনে এবং পেছনে উভয় চাকাই টিউবলেস এবং একচার্জে বাইকটি ৫০ কিলো পথ অতিক্রম করতে পারে।Akij-Durjoy

১১- Akij Durjoy

কোম্পানির মতে বাইকটি এক চার্জে ৬০ থেকে ৭০ কিলো পথ অতিক্রম করতে পারে এবং এটির টপ স্পীড 80 kmph । Akij Durjoy সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক।Green-Tiger-GT-Vive-X

১২- Green Tiger GT-Vive X

Green Tiger GT-Vive X ব্যবহার করা হয়েছে 1500 watt brushless (Peak) মটর , এটির ম্যাক্সিমাম পাওয়ার1500W। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। স্কুটারটির হেড লাইট এবং ব্যাক লাইট উভয় এলইডি , স্পীডোমিটার এবং অডোমিটার ডিজিটাল।

Green-Tiger-GT-Sprint-R

১৩- Green Tiger GT-Sprint XR

Green Tiger GT-Sprint XR ব্যবহার করা হয়েছে 1500w brushless মটর, এটি চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে। স্কুটারটির ওজন ১১২ কেজি , সামনে এবং পেছনে উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে 65-70 km যেতে পারে।Green-Tiger-GT-Fenix-XR

১৪- Green Tiger GT-Fenix XR

Green Tiger GT-Fenix XR ওজন ১১০ কেজি , এতে ব্যবহার করা হয়েছে 1500w brushless মটর। সামনে এবং পিছনে উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এক চার্জে এটি ৬৫ থেকে ৭০ কিলো যেতে পারে।

XIAOMI-HIMO-T1

১৫- XIAOMI HIMO T1

XIAOMI HIMO T1 এ ব্যবহার করা হয়েছে 350W brushless motor, যেটি সম্পূর্ণ চার্জ হতে 6.5 ঘণ্টা সময় লাগে। এই স্কুটারটির ওজন মাত্র ৫৩ কেজি। এর সামনে ব্যবহার করা হয়েছে Telescopic Forks সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে Dual shocks সাসপেনশন।Akij-Ponkhiraj

১৬- Akij Ponkhiraj

Akij Ponkhiraj থেকে আপনি 78 KM মাইলেজ পাবেন, কিন্তু সামনে এবং পেছনে উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। স্কুটারটির মাইলেজ 50 Kmpl এবং সর্ব্বোচ্চ গতি 65 KMPH। Exploit-3043

১৭- Exploit 3043

Exploit 3043 মূলত ৩ চাকার ইলেকট্রিক স্কুটার , Exploit 3043 এর টপ স্পীড 65 KMPH।Green-Tiger-GT-5-Pulse

১৮- Green Tiger GT-5 Pulse

Green Tiger GT-5 Pulse এর ম্যাক্সিমাম পাওয়ার 1500 Watt 60 volt এবং বাইকটির ওজন ১১০ কেজি। স্কুটারটির সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।Green-Tiger-GT-Vive

১৯- Green Tiger GT-Vive

Green Tiger GT-Vive ম্যাক্সিমাম পাওয়ার 1500W এবং ফুল চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। স্কুটারটির অজ্ঞ ১১০ কেজি এবং সামনে পিছে উভয় চাকা টিউবলেস।Runner-eWave-Electrica

২০- Runner eWave Electrica

Runner eWave Electrica স্কুটারটির এক চার্জে ৫০ কিলো যেতে সক্ষম এবং এর টপ স্পীড ৫০ থেকে ৫৫ কিমি। সামনে এবং পেছনে উভয় টাকায় ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার।Green-Tiger-GT-Knight-R

২১- Green Tiger GT-Knight R

স্কুটারটি এক চার্জে ৫৫ থেকে ৬০ কিলো যেতে পারে এবং টপ স্পীড ৫০ থেকে ৫৫ কিমি।Green Tiger GT-Knight R এর হেডলাইট , ব্যাকলাইট এলইডি।

Bir-Magnum

২২- Bir Magnum

স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে 1,200 W DC Brushless মটর, স্কুটারটির ওজন 85.5 কেজি।Bir Magnum ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক।Green-Tiger-GT-Sprint-R

২৩- Green Tiger GT-Sprint R

Green Tiger GT-Sprint R স্কুটারটির ওজন ১১২ কেজি এবং ব্যবহার করা হয়েছে 1500w brushless মটর। সামনে ব্যবহার করা হয়েছে Conventional telescopic front forks সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে Dual Shock Absorber।

২৪- Exploit 504

এই স্কুটারটি এক চার্জে ৭২ কিলো যেতে পারে। Exploit 504 ব্যবহার করা হয়েছে ডিস্ক ভ্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক।

এছাড়াও আমাদের দেশের বাজারে অন্যান্য ইলেকট্রিক বাইক আছে, আপনারা কোন ইলেকট্রিক বাইক সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন ।