বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসার প্রধান ৪ টি কারন - সমাধান

This page was last updated on 20-Nov-2023 10:42am , By Ashik Mahmud Bangla

নতুন বাইক অথবা পুরনো বাইক ইঞ্জিন থেকে বাজে শব্দ আসলে আমরা সবাই অনেক বেশি চিন্তিত হয়ে যাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে নতুন বাইক কেনার পর অনেকেই ১০০ কি.মি না চালাতেই ইঞ্জিন থেকে বাজে শব্দ আসা শুরু হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এমনটা কেন হয় ? আর আপনার সাথে এমনটা হলে আপনার কি করনীয় ? বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ অনেক কারনেই আসতে পারে তবে আমাদের দেশের বাইকগুলোর ইঞ্জিন থেকে বাজে শব্দ প্রধানত ৪ টি কারনে এসে থাকে। আজ আমি আপনাদের সাথে এই কারনগুলো এবং এমন হলে আপনার কি করনীয় সেগুলো নিয়ে আলোচনা করবো।

বাইকের ইঞ্জিন

বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসার প্রধান ৪ টি কারনঃ

১- আপনার বাইকের টাইমিং চেইন যদি নষ্ট হয়ে যায় অথবা টাইমিং চেইনের এডজাস্টমেন্ট ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন থেকে ঝন ঝন এক ধরনের শব্দ আসবে। আপনার বাইকটি নতুন হউক অথবা পুরনো টাইমিং চেইনের শব্দ আসতেই পারে। তবে খুব কম সংখ্যক নতুন বাইকে এই সমস্যাটা দেখা দেয়।

বাইকের ইঞ্জিন

২- আপনার বাইকের ট্যাপেট এডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে অথবা ট্যাপেট যদি লুস থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন থেকে ট্যাপ ট্যাপ এক ধরনের শব্দ আসবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে নতুন অনেক বাইকেই এই সমস্যা দেখা দিচ্ছে , যদি এমনটা হয় তাহলে বেশি চিন্তিত হওয়ার কোন কারন নেই। কারন একটা জিনিস মনে রাখবেন আপনার বাইকে কি সমস্যা যেটা যদি ধরতে পারেন তাহলে আপনি খুব সহজেই সেটার সমাধান করতে পারবেন।

বাইকের ইঞ্জিন

৩- কোন কারনে ইঞ্জিনের কানেকশনে যদি কোন সমস্যা থাকে সেক্ষেত্রে সময়তে সময়তে বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসতে পারে।

৪- আমরা সবাই জানি অনেকগুলো যন্ত্রাংশ দিয়ে একটা ইঞ্জিন গঠিত হয়ে থাকে, তাই ইঞ্জিনের মধ্যে কোন যন্ত্রাংশ যদি ভেংগে যায় অথবা বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসতে পারে। আপনি নিজে যদি বাইকের ইঞ্জিন সম্পর্কে কম বুঝে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞ কারও সাহায্য নিন তবে সমস্যা দেখা দিলে না জেনে না বুঝে অপরিচিত কোন মেকানিকের কাছে বাইক নিয়ে যাবেন না কাজ করাতে।

বাইকের ইঞ্জিন

বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসার প্রধান ৪ টি কারন আপনাদের সামনে তুলে ধরলাম , এখন এই সমস্যা হলে কি করবেন সেই সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।

বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসলে কি করনীয় ?

১- যদি আপনার নতুন বাইকের টাইমিং চেইন থেকে শব্দ আসে সেক্ষেত্রে আপনার বাইকটির যদি ইঞ্জিন ওয়ারেন্টি থেকে থাকে তাহলে বাইকটি নিয়ে সরাসরি Authorised Service Centre এ চলে যান। সেখানে গেলে তারা আপনার বাইকটা চেক করে সমস্যার সমাধান করে দিবে। আর আপনার বাইকটি যদি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে সবার আগে অভিজ্ঞ একজন মেকানিক খুজে বের করুন, তারপর তাকে দিয়ে চেক করান।

যদি টাইমিং চেইন টাইট দেয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে টাইট করিয়ে নিন বা এডজাস্ট করিয়ে নিন। কিন্তু মনে রাখবেন একটা নিদিষ্ট পরিমানের পর টাইমিং চেইন আর এডজাস্ট করা সম্ভব হয় না সেক্ষেত্রে টাইমিং চেইন পরিবর্তন করে ফেলুন। অনেকেই বলে মডিফাই করে ঠিক করেও দিচ্ছি কিন্তু এই কাজটা কখনো করতে যাবেন না, কারন অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি পরে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আর একটা কথা আপনি বাইকে সব সময় জেনুইন পার্টস ব্যবহার করার চেষ্টা করুন।

বাইকের ইঞ্জিন

২- যদি বাইকের ট্যাপেট এডজাস্টমেন্ট ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ট্যাপেট এডজাস্ট করিয়ে নিতে হবে। ট্যাপেট এডজাস্টমেন্ট প্রতিটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ , তাই এই কাজ নিয়ে কখনো অবহেলা করা উচিৎ না। বাইকের ট্যাপেট যদি সঠিক মাপে না থাকে সেক্ষেত্রে আপনি বাইক ব্যবহার করে আর মজা পাবেন না।

৩- আপনার বাইক নতুন হউক অথবা পুরনো বাইকের ইঞ্জিনে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আমি মনে করি ইঞ্জিনের কাজ Authorised Service Centre থেকে করানোই উত্তম। কারন প্রতিটা কোম্পানি তাদের মেকানিকদের তাদের বাইকের ইঞ্জিনের উপর বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে। আর তারা সব সময় একই বাইক নিয়ে কাজ করে থাকে যার ফলে তারা সুন্দরভাবে দ্রুত সময়ে সমস্যার সমাধান করে দিতে পারে।

বাইকের ইঞ্জিন

FAQ:

১- ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারন কি - এমন হলে কি করনীয় ?

উত্তরঃ বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারন এবং এর সমাধান কি জানতে এই লিংকে প্রবেশ করুন। 

২- বাইকের ইঞ্জিন ভালো রাখার উপায় কি ?

উত্তরঃ বাইকের ইঞ্জিন ভালো রাখার উপায় সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন। 

৩- ভালো ইঞ্জিন অয়েল চেনার উপায় কি ?

উত্তরঃ ভালো ইঞ্জিন অয়েল চেনার উপায়গুলো জানতে এই লিংকে প্রবেশ করুন। 

পরিশেষে একটা কথা বলতে চাই , নিজের বাইকের যত্ন নিন রাস্তায় আপনার বাইক আপনাকে ঝামেলায় ফেলবে না। সব সময় নিজের নিরাপত্তার দিকটা বিবেচনা করে ঠাণ্ডা মাথায় বাইক রাইড করুন। আমরা চাই বাইকাররা সব সময় নিরাপদ থাকুক।

ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

TAILG Jidi

TAILG Jidi

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo S01

Revoo S01

Price: 0.00

Vida Z

Vida Z

Price: 0.00

Hero Xtreme 250R

Hero Xtreme 250R

Price: 0.00

View all Upcoming Bikes