ইআইসিএমএ ২০২৪-এ হোন্ডার বিশ্বে প্রথম নতুন V3 ইঞ্জিন উন্মোচন, থাকছে ইলেকট্রিক কমপ্রেসরের চমক !
This page was last updated on 17-Aug-2025 10:07pm , By Rafi Kabir
ইতালির মিলানে নভেম্বর ৫ তারিখ ২০২৪ সালে বিশ্বজুড়ে মোটরবাইকপ্রেমীদের জন্য যেন নতুন এক যুগের সূচনা করে! ইআইসিএমএ (EICMA) ২০২৪ মোটরসাইকেল শো-তে হোন্ডা উন্মোচন করল পৃথিবীর প্রথম V3 মোটরসাইকেল ইঞ্জিন, যার সাথে রয়েছে একেবারে অভিনব ইলেকট্রিক্যাল কমপ্রেসর যা আসলে চমৎকার।

এই ৭৫-ডিগ্রি V3 ইঞ্জিনটি ওয়াটার কুল্ড প্রযুক্তিতে তৈরি, এবং বড় সিসির মোটরসাইকেলের জন্য বিশেষভাবে তৈরী করা হচ্ছে। এর ডিজাইন এতটাই স্লিম ও কমপ্যাক্ট যে দেখে মনে হবে ইঞ্জিন নয়, শিল্পকর্ম! আর ইলেকট্রিক্যাল কমপ্রেসর থাকায় ইঞ্জিনের আরপিএম যতই কম হোক না কেন, থ্রটল ঘুরালেই মিলবে হাই-রেসপন্স টর্ক, মানে কম স্পিডেও দারুণ এক্সেলারেশন।

এখানেই শেষ নয় এই কমপ্রেসর ইঞ্জিনের কম্পোনেন্টগুলো মোটরসাইকেলের কম জায়গাতেও খুব সহজে বসানো যায়, ফলে কন্ট্রোলিং খুব ভাল পাওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার? এখানে কোনো ইন্টারকুলারের ঝামেলাই নেই।

এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইলেকট্রিক কমপ্রেসর যা ইঞ্জিনের RPM যতই কম হোক না কেন, তাত্ক্ষণিক টর্ক সরবরাহ করতে সক্ষম। এর ফলে রাইডার পাবে দ্রুত রেসপন্স এবং অসাধারণ এক্সেলারেশন।।
হোন্ডা সবসময় চেষ্টা করে প্রতিটি রাইডারের চাহিদা পূরণ করতে হোক সেটা অফিসযাত্রীর কমিউটার বাইক, বা অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য ফান মডেল। এখন তারা ইলেকট্রিক মোটরসাইকেল ও নতুন প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের বাইকিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলছে।
এই নতুন V3 ইঞ্জিন শুধু প্রযুক্তিগত এক অর্জন নয়, বরং রাইডিং-এর আনন্দকে নতুনভাবে রূপ দিতে যাচ্ছে । হোন্ডা জানিয়েছে, ভবিষ্যতে এই ইঞ্জিন বড় সিসির বাইকে ব্যবহার করা হবে, এবং ইতিমধ্যেই তারা এর ম্যাস প্রোডাকশনের প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বের মোটরসাইকেলপ্রেমীদের কাছে "হোন্ডা" নামটা শুধু একটি ব্র্যান্ড নয়, বরং আস্থার প্রতীক। ১৯৪৮ সালে সূচনা হওয়ার পর থেকে হোন্ডা তাদের নির্ভরযোগ্য প্রযুক্তি, দারুণ পারফরম্যান্স এবং উদ্ভাবনী ডিজাইনের মাধ্যমে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছে।
