Shares 2

জিপিএক্স বাংলাদেশ লঞ্চ করল ২৫০সিসির নতুন মোটরসাইকেল GPX Demon GR250R

Last updated on 31-Aug-2025 , By Arif Raihan Opu

বাংলাদেশে সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়া পর থেকেই প্রতিটি ব্র্যান্ড তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। এখনও অনেক ব্র্যান্ড তাদের উচ্চ সিসির মোটরসাইকেল গুলো বাংলাদেশে লঞ্চ করতে পারেনি তবে দ্রুত তারাও তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে। এই ধারাবাহিকতায় জিপিএক্স বাংলাদেশ সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন ২৫০সিসি মোটরসাইকেল GPX Demon GR250R। 

বাংলাদেশে লঞ্চ করা হল নতুন GPX Demon GR250R

বাংলাদেশে লঞ্চ করা হল নতুন GPX Demon GR250R

নতুন এই বাইকটি বাংলাদেশ আসবে ধারণা করা হচ্ছিল। জিপিএক্স বাংলাদেশ কিছু দিন ঘোষনা দেয় যা বাংলাদেশে তারা ২৫০সিসির জিপিএক্স ডেমন বাইকটি লঞ্চ করবে। সেই ঘোষণা অনুযায়ী তারা অনলাইনে বাইকটি লঞ্চ করেছে। 

এই বাইকটিতে দেয়া হয়েছে ২৪৯.৬ সিসি, হাইপার কোয়াড্রা, SOHC, ৪ভাল্ব, লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৯ বিএইচপি @ ৯৫০০ আরপিএম এবং ২৩ নিউটন মিটার অফ টর্ক @ ৭৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম।

Also Read: Motorcycle Price In Bangladesh

লঞ্চিং এ বাইকটির দাম রাখা হচ্ছে ৪,১৪,৯০০ টাকা। তবে এখানে একটা অফার রয়েছে। প্রথম ১০০ জন কাস্টমারের জন্য দেয়া হচ্ছে এই অফার। অফারে এই বাইকটি ক্রয় করতে পারবেন মাত্র ৩,৯৯,৯০০ টাকায়। বাইকটি তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে।

gpx-demon-gr250r-price-in-bangladesh

এই অফারটি থাকবে শুধু মাত্র প্রথম একজন কাস্টমারের জন্য। এর পরবর্তি ১০০ কাস্টমারের জন্য রয়েছে আকর্ষণীয় গিফটস। তাই দেরি না করে এখনই আপনার আসে পাশে থাকা জিপিএক্স এর শোরুমে যোগাযোগ করুন। 

বাইক ও বাইকিং সম্পর্কিত সকল তথ্য, খবর এবং টিপসের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

 

 

Published by Arif Raihan Opu