Shares 2
বিএইচএল আয়োজন করতে যাচ্ছে হোন্ডা ফুটসল লীগ ২০২৫
Last updated on 20-Nov-2025 , By Arif Raihan Opu
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সম্প্রতি (বিএইচএল) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি হোন্ডা বাংলাদেশ ঘোষণা করেছে হোন্ডা ফুটসল লীগ ২০২৫। দেশব্যাপী হোন্ডার ডিলার থেকে ৩২টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে হোন্ডা ফুটসল।

হোন্ডা ফুটসল লীগ ২০২৫
ঢাকায় এক জাকজমক আয়োজনের মাধ্যমে ট্রফি উন্মোচন করা হয়েছে। এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিএইচএল এর উর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও কর্মীরা উপস্থিত ছিলেন। আর এই ট্রফি উন্মোচন শুধু মাত্র একটা অনুষ্ঠান নয়, এর মাধ্যমে ডিলার এবং কোম্পানির সকলের মাঝে একটি পারস্পরিক দৃঢ় বন্ধন হবে ।


সারাদেশ থেকে অনুমদিত হোন্ডার ডিলারদের মধ্য থেকে ৩২টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে হোন্ডা ফুটসল লীগ ২০২৫। ডিলারদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সম্পর্ক থাকলেও এই লীগ তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা, টিমওয়ার্ক, এবং আনন্দের পরিবেশ তৈরি করবে।
হোন্ডার এই উদ্যোগ বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে একটি নতুন ধারার তৈরি করবে। বর্তমানে অনেক ব্র্যান্ড শুধু মাত্র ব্যবসার উদ্দেশ্যই মোটরসাইকেল বিক্রয়ের দিকে নজর দিয়ে থাকে। তবে হোন্ডার এই ব্যতিক্রমী উদ্যোগ ডিলার, কাস্টমার থেকে শুরু করে সবার মাঝে এক সেতু বন্ধন তৈরি হবে।


আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডার শোরুম
এছাড়া এই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াকে বিখ্যাত ফুটবলার নেইমার জুনিয়র এর অটোগ্রাফ সম্বলিত জার্সি উপহার হিসেবে প্রদান করা হয়। যা বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় দিন।
তাছাড়া এই ফুটসলের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলারদের মধ্যে মতবিনিময়, বন্ধুত্ব এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি হবে।
T
Published by Arif Raihan Opu