Shares 2

হোন্ডা ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার ২০২৩ - ৫০০০ টাকা ক্যাশব্যাক

Last updated on 30-Dec-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঈদ উল আযহা উপলক্ষ্যে ঘোষণা করেছে ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারে হোন্ডা বাংলাদেশ তাদের সিলেক্টেড কিছু মডেলের উপর দিচ্ছে ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার। 

হোন্ডা একটি বিশ্বমানের প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি। বাংলাদেশে টু-হুইলারকে মানুষ চিনতো হোন্ডা নামে। হোন্ডা বাজারে সেই ব্র্যান্ডের মান তৈরি করে যেখানে সবাই টু-হুইলারকে Honda পরিচিতি পায়।

ঈদ উল আযহা উপলক্ষ্যে হোন্ডা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারটি যারা নতুন হোন্ডার মোটরসাইকেল ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য সহায়ক হবে। 

এই ক্যাশব্যাক অফারের সাথে হোন্ডা ঈদ উল আযহা উপলক্ষ্যে আরও দিচ্ছে ভিন্ন ভিন্ন অফার। হোন্ডা বাংলাদেশেই বর্তমানে তাদের মোটরসাইকেল প্রস্তুত করে থাকে। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের হোন্ডার কারাখানা রয়েছে। 

হোন্ডার মোটরসাইকেল লাইন আপে বেশ কয়েকটি দারূণ মডেলের মোটরসাইকেল রয়েছে। বাংলাদেশের স্পোর্টস সেগমেন্টে জনপ্রিয় মডেল হচ্ছে Honda CBR, কমিউটার নেকেড স্পোর্টস সেগমেন্টে Honda CB Hornet মডেল গুলো রয়েছে। 

তবে হোন্ডার এই ক্যাশব্যাক অফারটি দেয়া হচ্ছে Honda Hornet, Honda Xblade, Honda Livo, এবং Honda Dream মডেল গুলোর উপর। মডেল গুলো তার নিজ নিজ সেগমেন্টে অনেক জনপ্রিয় মডেল। 

Also Read: হোন্ডা দিচ্ছে ঈদ ক্যাশব্যাক সাপোর্ট - ৮১০০/- পর্যন্ত ক্যাশব্যাক!

ঈদ উল আযহার এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই আপনার পছন্দের হোন্ডার বাইকটি ক্রয় করতে হোন্ডা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। আর উপভোগ করুন ক্যাশব্যাক অফার। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes