Shares 2

হিরো হাংক কিনুন থাইল্যান্ড ট্রিপ জিতুন অফার

Last updated on 28-Jul-2024 , By Arif Raihan Opu

বাংলাদেশে ভারতীয় মোটরসাইকেল কোম্পানি হিরো অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। বর্তমানে বাংলাদেশের অন্যতম বেশি বিক্রয় হওয়া মোটরসাইকেল মডেলের মধ্যে হিরো স্পেলেন্ডার অন্যতম একটি মডেল। এছাড়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেকেড কমিউটার স্পোর্টস মডেল হচ্ছে Hero Hunk।

হিরো হাংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল মডেল। হিরো বাংলাদেশ সম্প্রতি নিয়ে এসেছে এক দারূণ অফার। এই অফারটি হিরো দিচ্ছে হাংক রাস্তা কাপানো অফার ২০২৩।

এই অফারটিতে হিরো দিচ্ছে ক্যাশব্যাক। হিরো হাংক ক্রয় করলেও কাস্টোমার পেয়ে যাবেন ১৩,৫০০ টাকার ক্যাশব্যাক। এছাড়া প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে বিজয়ী পেয়ে যাবেন ২০,০০০ টাকা পর্যন্ত টাকা জেতার সুযোগ। 

তবে এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনি হিরো হাংক ক্রয়ে পেয়ে যেতে পারেন থাইল্যান্ড ট্রিপ জেতার সু্যোগ। এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে হিরো বাংলাদেশের ফেসবুক পেজে যোগাযোগ করুন। 

হিরোর এই অফারটি খুব কম সময়ের জন্য দেয়া হচ্ছে তাই অফারটি উপভোগ করতে আজই হিরো বাংলাদেশ এর শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu