Shares 2

হিরো বাংলাদেশ দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার!

Last updated on 28-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo

হিরো মটোকর্প উদযাপ করছে হিরো মোটরসাইকেল এর দশম বর্ষপূর্তি, আর তারা এই উপলক্ষ্যে দিচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। এই অফারটি চলবে ১ অগাস্ট ২০২১ থেকে ৯ অগাস্ট ২০২১ তারিখ পর্যন্ত। 

হিরো ক্যাশব্যাক অফার ২০২১

১৯৮৪ সালে হিরো এবং হোন্ডা এক যোগে যাত্রা শুরু করেছিল। এরপর চুক্তি শেষ হবার পরে হিরো নিজেদের রিসার্চ এন্ড ডেভলমেন্ট এর মাধ্যমে নিজের "হিরো" ব্র্যান্ড এর নামে মোটরসাইকেল তৈরি করা শুরু করে। বাংলাদেশে হিরো মোটরসাইকেল তৈরিতে অন্যতম একটি ব্র্যান্ড। বর্তমানে বাংলাদেশের যশোরে হিরোর একটি মোটরসাইকেল তৈরির প্লান্ট রয়েছে। ২০১৪ সালের এপ্রিলে হিরো বাংলাদেশে ৪৬ মিলিয়ন (২০১৯) ডলার এর একটি ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করে, যা বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে তৈরি করা হয়।  

এই প্লান্ট ২০১৭ সাল থেকে HMCL Niloy Bangladesh Ltd এর ব্র্যান্ড নাম এর মাধ্যমে মোটরসাইকেল তৈরি করা শুরু করে। এই জয়েন্ট ভেঞ্চারে হিরো মটোকর্প এর ৫৫% এবং নিয়ল গ্রুপের ৪৫% শেয়ার রয়েছে। বাংলাদেশের মার্কেটের জন্য হিরো ১০০-১৫০ সিসি সেগমেন্টের কমিউটার মোটরসাইকেল তৈরি করে থাকে। তবে গত বছর হিরো বাংলাদেশে লঞ্চ করেছে Hero Thriller, যা হিরোর প্রথম স্পোর্টস কমিউটার মোটরসাইকেল ।


এই বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, মনোশক সাসপেনশন, এলইডি হেডলাইট, পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার, এই সব কিছুই হিরো এই বাইকটিতে দিয়েছে, আর প্রথমবারের মত হিরো তার যেকোন সেগমেন্টে প্রথমবার এই প্রযুক্তি গুলো দিয়েছে। হিরোর ১১০-১২৫সিসি সেগমেন্টেও জনপ্রিয় বাইক রয়েছে।  Hero Passion X Pro এবং Hero Ignitor বাইক দুটি বাংলাদেশের বাইকারদের কাছে বেশ জনপ্রিয় এবং হিরো এই সেগমেন্টে তাদের প্রতিযোগীদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। বেস্ট সেলিং মানে বিক্রি হওয়া মোটরসাইকেলের কথা যদি বলা হয়, তবে সবার আগে নাম আসবে Splendor বাইকটির কথা। ১০০সিসি সেগমেন্টে বাইকটি সবার মন জয় করেছে তার রিলায়েবিলিটি, পারফর্মেন্স এবং কম্ফোর্ট এর কারণে।


আপনি বাইকটি সাধারণত মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভদের রাইড করতে দেখবেন যারা ঢাকার মধ্যে অনেক বেশি ঘোরাঘুরি করে থাকেন। আর মেডিক্যাল শপ গুলোতে যাদের আনাগোনা খুব বেশি তারাও এই বাইক বেশি ব্যবহার করে থাকেন। আপনি আগামী ৯ অগাস্ট ২০২১ তারিখ পর্যন্ত হিরো এর যেকোন অথোরাইজ শোরুম থেকে বাইক ক্রয় করলে পেয়ে যাবে ১০ হাজার টাকার ক্যাশব্যাক অফার। ধন্যবাদ।

Published by Md Kamruzzaman Shuvo