Shares 2

বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হলে কিভাবে বুঝবেন? পরিবর্তনের সময়

Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হওয়া কোন বড় সমস্যা না, কিন্তু আপনি যদি সঠিক সময়ে এটা বুঝতে না পারেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর। আবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে বাইকের প্লাগ কালো হয় কেন ? কালো হয়ে যাওয়া মানেই কি স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যাওয়া? আজ আমরা জানবো স্পার্ক প্লাগ কেনো নষ্ট হয়, স্পার্ক প্লাগ নষ্ট হলে কিভাবে বুঝবেন? 


বাইকের স্পার্ক প্লাগ নষ্ট

বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হলে কিভাবে বুঝবেন?

 

স্পার্ক প্লাগ নষ্ট হওয়ার কারন?

বাইকের স্পার্ক প্লাগ কিন্তু সহজে নষ্ট হয় না, তবে এটা নির্ভর করে আপনার বাইক চালানোর ধরন এবং অন্যান্য কিছু বিষয়ের উপর। তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার বাইকের স্পার্ক প্লাগ সহজে নষ্ট হবে না।

bike

১- স্পার্ক প্লাগে পানি গেলেঃ

স্পার্ক প্লাগ জ্বলে যাওয়া বা নষ্ট হওয়ার এটি অন্যতম প্রধান একটি কারন, অনেক সময় বাইক ওয়াশ করতে গেলে মেশিনের স্পীডে পানি স্পার্ক প্লাগে চলে যায়। আপনি যদি এই অবস্থায় বাইক স্টার্ট করেন তাহলে আপনার বাইকের স্পার্ক প্লাগ জ্বলে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে।

২- এয়ার এবং ফুয়েল মিশ্রণে সমস্যা হলেঃ

আপনার বাইকের ইঞ্জিনে যদি বাতাস এবং ফুয়েলের মিশ্রণ সঠিকভাবে না হয় সেক্ষেত্রে প্লাগে তেল চলে আসবে। আর এই সময় প্লাগ তার কার্যকারিতা হারাবে এর ফলে একটা সময় গিয়ে এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর বাজে প্রভাব ফেলবে। 

এয়ার এবং ফুয়েল মিশ্রণে সমস্যা হলেঃ

অধিকাংশ সময় বাইকের স্পার্ক প্লাগ খুব বেশি নষ্ট হয় না, তবে একটা সময় পর গিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ ফেলে। স্পার্ক প্লাগ নষ্ট বাইকে আপনি বেশ কিছু সমস্যা পাবেন। ১০০০ কি.মি পর বাইকের স্পার্ক প্লাগ চেক করা উচিৎ, অনেকে বলবে ৪০০০ অথবা ৫০০০ কি.মি পর পর স্পার্ক প্লাগ পরিবর্তন করা উচিৎ কিন্তু আপনার বাইকে স্পার্ক প্লাগ যদি ভালো থাকে তাহলে পরিবর্তন করার দরকার নেই। বাইকের স্পার্ক প্লাগ ভালো কিনা আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি নিজেই স্পার্গ প্লাগ পরিবর্তনের সময় নির্ধারন করতে পারবেন।

বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হলে কিভাবে বুঝবেন?

  • বাইকের স্পার্ক প্লাগ যদি তেলতেলে হয়ে যায় এবং কালো হয়ে যায়, আপনি প্লাগের গায়ে হাত দিলে দেখবেন হাতে কালি লেগে যাচ্ছে তখন এটি অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে। তেলতেলে প্লাগ কখনো বাইকে লাগাবেন না।
  • প্লাগের বডি কালো হয়ে আছে কিন্তু উপরের অংশ বাদামি রঙ ধারণ করেছে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তনের সময় হয়ে গেছে। তবে এই অবস্থায় থাকলে পরিষ্কার করে স্পার্ক প্লাগ আরো কিছুদিন ব্যবহার করা যাবে।
  • আর স্পার্ক প্লাগ যদি বাদামি রঙ এর হয়ে থাকে তখন বুঝবেন আপনার বাইকের প্লাগ ঠিক আছে। এই ক্ষেত্রে প্লাগটি পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা শুরু করুন।
  • বাইকের প্লাগে চীনামাটির একটা অংশ থাকে যদি কোন কারনে সেটি ভেংগে যায় তাহলে প্লাগটি পরিবর্তন করে নেয়া ভালো।

বাইকের স্পার্ক প্লাগ বেশ ছোট একটা জিনিস তবে এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগের দিকে নজর রাখুন। প্লাগ ভালো থাকলে আপনার বাইকের ইঞ্জিন ও ভালো থাকবে।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes