Shares 2

সিলেটে সিগন্যাল না মানায় মোটরসাইকেল আরোহীকে পুলিশের গুলি!

Last updated on 04-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo

সিগন্যাল না মানায় বিকাশ চন্দ্র দাশ শ্যামল নামের এক ব্যবসায়ী মোটরসাইকেল আরোহীকে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ বিকাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশ চন্দ্র দাশ শিবা ট্রেড সেন্টারের সত্ত্বাধিকারী। বুধবার দুপুর ২টায় সিলেট নগরীর তালতলায় এ ঘটনা ঘটে।

সিলেটে সিগন্যাল না মানায় মোটরসাইকেল আরোহীকে পুলিশের গুলি!

আহত বিকাশ পুলিশ সিগন্যাল দেওয়ার পর থামতে বিলম্ব হওয়ায় গুলির করা হয় এমন অভিযোগ  করলেও পুলিশ বলছে, সিগন্যাল উপেক্ষা করে এক পুলিশ কনস্টেবলের উপর মোটরসাইকেল তুলে দেওয়ায় গুলি করা হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা বিকাশের গায়ে গুলি লাগে।

হাসপাতাল থেকে বিকাশ দাশের পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বিকাশের শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সিলেট কতোয়ালি থানা পুলিশের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলে, সিগন্যাল না মেনে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল চালিয়ে নেওয়ায় পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। তিনি বলেন, পুলিশ মনে করেছিলো তারা অপরাধী, তাই গুলি করেছে। ব্যবসায়ী হিসেবে চিনলে গুলি ছুঁড়তো না।

কনস্টেবলকে ধাক্কা দেওয়ার অভিযোগ সত্য নয় দাবি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ চন্দ্র দাশ বলেন, সড়কে জ্যাম থাকায় আমরা পুলিশকে পেরিয়ে একটু সামনে গিয়ে মোটর সাইকেল থামাতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তার আগেই গুলি করে বসে।

এদিকে ড্রাইভিংয়ে থাকা বিকাশ চন্দ্রের ব্যবসায়ীক পার্টনার নেপাউল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Published by Md Kamruzzaman Shuvo