Shares 2
রিভো নিয়ে এসেছে "রিভো মনসুন অফার অগাস্ট ২০২৫"
Last updated on 25-Aug-2025 , By Raihan Opu Bangla
বাংলাদেশে ইলেক্ট্রিক ভেহিকল বা যানবাহনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কম মেইনটেনেন্স ও জ্বালানি খরচ কম হবার কারণে ইলেক্ট্রিক যানবাহনের প্রতি দিন দিন মানুষ অনেক আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া এই যানবাহন গুলো পরিবেশবান্ধব, তাই অনেকেই আছেন বর্তমানে ইলেক্ট্রিক যানবাহনের গুরুত্ব বেড়েই চলেছে।
রিভো মনসুন অফার অগাস্ট ২০২৫

টু-হুইলারের সেগমেন্টে ইলেক্ট্রিক স্কুটার গুলো বেশ দারূণ জনপ্রিয়তা পেয়েছে। অনেক ব্র্যান্ড এখন বাংলাদেশে তাদের ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করছে। রিভো বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড।
রিভো তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “রিভো মনসুন অফার অগাস্ট ২০২৫”। এই অফারে রিভোর স্কুটার ক্রয়ে থাকছে আকর্ষণীয় গিফটস এবং ডিস্কাউন্ট।

Also Read: Electric Bike Price In Bangladesh
রিভোর যেকোন স্কুটার ক্রয়ে কাস্টমার পেয়ে যাবেন হেলমেট, রেইনকোট সহ বেশ কিছু আকর্ষণীয় অফার। এছাড়া থাকছে স্পেশাল সিগনেচার কি রিং এবং সার্ভিস সেন্টার।

এই অফারটি চলবে আগামী ৩১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। খুব সীমিত সময়ের জন্য এই অফার দেয়া হচ্ছে। তাই আপনার পছন্দের রিভো স্কুটারটি ক্রয় করতে দ্রুত রিভো অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন।
বাইক ও বাইকিং সম্পর্কিত সকল খবর ও তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla