Shares 2
রানার মোটরসাইকেল দিচ্ছে সর্বোচ্চ ৪৪,০০০ টাকা পর্যন্ত ছাড়
Last updated on 01-Aug-2024 , By Arif Raihan Opu
রানার মোটরসাইকেল বাংলাদেশের একমাত্র মোটরসাইকেল কোম্পানি যারা বাংলাদেশেই তাদের মোটরসাইকেল তৈরি করে থাকে। রানার তাদের কাস্টোমারদের জন্য এক দারূণ অফার নিয়ে হাজির হয়েছে।

এই অফারে রানা তাদের নির্দিষ্ট কিছু মোটরসাইকেলের উপর দিচ্ছে সর্বোচ্চ ছাড়। রানার তাদের মোটরসাইকেলে সর্বোচ্চ ৪৪,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। কমিউটার, নেকেড কমিউটার সেগমেন্টের মডেলের উপর এই ছাড় দেয়া হচ্ছে।
নির্দিষ্ট মডেলের কমিউটার বা নেকেড কমিউটার স্পোর্টস রানার মোটরসাইকেল কিনলেই পাচ্ছেন ৪৪,০০০ টাকা পর্যন্ত বিশাল মূল্য ছাড়। এছাড়াও প্রতিটি এক্সপোর্ট কোয়ালিটির রানার মোটরসাইকেলের সাথে আরও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রী সার্ভিস, ১ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স

রানার তাদের চারটি মডেলের মোটরসাইকেলে দিচ্ছে এই সুবিশাল ছাড়া –
মডেল | মুল্য ![]() | অফার মুল্য |
১,৫৯,০০০ | ১,১৫,০০০ | |
১,৩৫,০০০ | ১,০৪,০০০ | |
১,০৮,০০০ | ৮৪,০০০ | |
১,০৬,০০০ | ৭৭,০০০ |
সারা দেশে ২০০টির বেশি পয়েন্ট-এ সার্ভিসিং-এর সুবিধা। স্টক সীমিত, তাই অফারটি উপভোগ করতে দ্রুত যোগাযোগ করুন নিকটস্থ রানার মোটরসাইকেল শোরুমে।
এছাড়া আপনি দেশ বিদেশের মোটরসাইকেলের দাম, খবর, টিপস সহ বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu