Shares 2

মোটরসাইকেল সহ সকল যানবাহনের কাগজপত্র নবায়ণের মেয়াদ বাড়িয়েছে বিআরটিএ

Last updated on 01-Aug-2024 , By Arif Raihan Opu

দেশের চলমান পরিস্থিতি কারনে অনেক মোটরসাইকেল গ্রাহক এবং যানবাহনের চালকগণ তাদের কাগজের মেয়াদ উত্তীর্ন হওয়া নিয়ে বেশ শঙ্কিত অবস্থায় দিন পার করছেন। এই পরিস্থিতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি নির্দেশনা জারি করেছে। 

বিআরটিএ মোটরসাইকেল ও যানবাহনের কাগজ নবায়ণ সংক্রান্ত প্রজ্ঞাপণ

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেল সহ যানবাহনের কাগজ নবায়ন প্রসঙ্গে জারিকৃত নির্দেশনায়, কাগজপত্র নবায়ণ সংক্রান্ত সময় বাড়িয়ে দেয়া হয়েছে। বিআরটিএ এক প্রজ্ঞাপণে জানিয়েছে যে, মোটরসাইকেল সহ গাড়ির সকল সেবার কাগজ নবায়ণ সংক্রান্ত সময় আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আর পড়ুনঃ মোটরসাইকেল চালাতে কি কি কাগজ লাগে ?  নতুন রাইডারদের জন্য

প্রজ্ঞাপণে জানানো হয়েছে যে বিআরটিএ তে ভাঙচুর ও লুটপাটের সময় তাদের আইএস ও সার্ভার ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে সার্ভার এবং আইএস সংস্কারের কাজ চলছে। তাই যাদের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে শেষ হবে, তাঁদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আরও পড়ুনঃ অনলাইনে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি। বি আর টি এ । জানুন বিস্তারিত

আমরা আশা করছি এতে করে যাদের কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই শেষ হয়েছে বা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে তাদের আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ বাড়ানো হয়েছে তারা দ্রুত বিআরটিএ তে গিয়ে তাদের কাগজপত্র নবায়ণ করতে সক্ষম হবেন। 

 

Published by Arif Raihan Opu