Shares 2
মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে ১১২ কোটি টাকা আয়
Last updated on 03-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo
রাজধানীতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১২ কোটি টাকা আদায় করেছে সরকার। এরমধ্যে পুলিশের বিশেষ অভিযানে জরিমানা বাবদ ৮৮ লাখ টাকা আদায় করা হয়। এছাড়া এসময় বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন বাবদ রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার ৮৭৬ টাকা।

সোমবার পুলিশ সদর দপ্তরে আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক এ কথা জানান। শহীদুল হক জানান, এ সময়ে মোট ৩৭ হাজার ৭৫১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৩৬ জন বিআরটিএ-তে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়ে তাদের মোটরসাইকেল নিয়ে যান।
T
Published by Md Kamruzzaman Shuvo