Shares 2

মোটরসাইকেলে রোগী ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে

Last updated on 13-Jan-2025 , By Md Kamruzzaman Shuvo

রোগীর অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল এ করে হাসপাতালে নিয়ে গেছেন এক ব্যক্তি। আর এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই ব্যক্তির মোটরসাইকেলটিকে দ্রুত ও অবাধে যেতে দিয়েছে পুলিশ।

মোটরসাইকেলে রোগী ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে

শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

Also Read: অসহায় রোগীদের জন্য ফ্রী এম্বুলেন্স সার্ভিস - বাইকবিডি

সেখানে চেকপোস্টে উপস্থিত থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা জানান, ওই ব্যক্তি তার মোটরসাইকেলের পেছনে এক নারীকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। লকডাউনে বের হওয়ার কারণ জানতে চেকপোস্টে যথা নিয়মে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। তবে কাছাকাছি এলে দেখা যায় মোটরসাইকেলচালক তার শরীরের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার গামছা দিয়ে বেঁধে নিয়েছেন। আর পেছনে তাকে ধরে যে নারী বসে আসেন তার মুখে অক্সিজেন মাস্ক। সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Also Read: অসহায় রোগীদের জন্য এই ফ্রী এম্বুলেন্স সার্ভিস।- বাইকবিডি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, এ অবস্থা দেখে ওই মোটরসাইকেলচালককে কিছু আর বলার ছিল না। তাই তাকে দ্রুত যেতে দেওয়া হয়।

 

প্রতিবেদনঃ বাংলানিউজ২৪.কম

Published by Md Kamruzzaman Shuvo