Shares 2

ইয়ামাহা মে ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সব সময় কিছু না কিছু অফার এবং সার্ভিস নিয়ে হাজির হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা মে ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪’’

ইয়ামাহা মে ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

ইয়ামাহা মে ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। এসিআই মোটরস ইয়ামাহা এর জনপ্রিয় কয়েকটি মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। 

  • FZ-S FI V2 DD -এ থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (BS4) -এ থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (Vintage) (BS4) -এ থাকছে ১২,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS (BS6)-এ থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS Deluxe (BS6)-এ থাকছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-X- এ থাকছে ৩,০০০ টাকা ক্যাশব্যাক!

মে ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

এই অফারটি দেয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। তাই আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করার জন্য আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য মোটরসাইকেলের দাম, ব্র্যান্ড সহ, রাইডিং টিপস, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu