Shares 2
মালিকানা পরিবর্তন না করলে জেল বা অর্থদণ্ড - BRTA - বিস্তারিত
Last updated on 27-Jul-2024 , By Arif Raihan Opu
যানবাহনের মালিকানা পরিবর্তন করা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA থেকে জরুরী বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যারা পুরাতন বাইক কিনেন এবং বাইক কিনে মালিকানা পরিবর্তন করেন না তাদের এই বিষয়টি জানা দরকার।

আপনি যদি বাইক কিনে মালিকানা পরিবর্তন না করেন তাহলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৪ ধারা অনুয়ায়ী এটি একটি অপরাধ এবং এর জন্য ক্রেতাকে অনধিক ১ মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

মালিকানা পরিবর্তন না করলে জেল বা অর্থদণ্ড - BRTA
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২১ ধারা অনুয়ায়ী যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তনের বাধ্যবাধকতা রয়েছে। উক্ত ধারা অনুয়ায়ী যানবাহনের মালিকানা হস্তান্তর করা হলে , হস্তান্তরের ৩০ দিনের মধ্যে বিক্রেতা কর্তৃপক্ষকে নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে অবহিত করে উহার অনুলিপি ক্রেতার কাছে পাঠবে। ক্রেতা হস্তান্তরের ৬০ দিনের মধ্যে নিজ নামে যানবাহনটি রেজিস্ট্রেশনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করবে।

যদি কোন ক্রেতা এই নিয়ম না মানে তাহলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৪ ধারা অনুয়ায়ী এটি একটি অপরাধ এবং এর জন্য ক্রেতাকে অনধিক ১ মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
তাই যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা বাইক কেনার সময় অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিন। মালিকানা পরিবর্তন না করে নিলে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। সবাই আইন মেনে যানবাহন ব্যবহার করি।
তথ্যসূত্রঃ Bangladesh Road Transport Authority (BRTA)
T
Published by Arif Raihan Opu